শাহ জালাল ইসলামী ব্যাংক মাওনা,জয়দেবপুর ও শফিপুর শাখার অর্থায়নে গাজীপুরের শ্রীপুরে বৃক্ষ রোপন কর্মসূচি ২০২৪ পালিত হয়েছে!
৪ সেপ্টেম্বর মঙ্গলবার সারাদিন ব্যাপি মোড়লপাড়া সোলাইমানিয়া মাদরাসায় কয়েকশ বনজ ও ফলজ গাছ রোপন করা হয়!
মাদরাসার মুহতামিম মাওলানা আবু বকর সিদ্দিক মোড়লের উপস্থাপনায় বৃক্ষ রোপন কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ জালাল ইসলামী ব্যাংকের সহকারী ভাইস প্রেসিডেন্ট ও মাওনা শাখার ম্যানাজার জনাব রাকিবুল ইসলাম! বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ জালাল ইসলামী ব্যাংকের সহকারী ভাইস প্রেসিডেন্ট ও শফিপুর শাখার ম্যানাজার জনাব মোঃ জিয়াউল ইসলাম খান !
বৃক্ষ রোপন কর্মসূচী ২০২৪ অনুষ্ঠানে প্রধান অথিতি বক্তব্যে জনাব রাকিবুল ইসলাম বলেন, পরিবেশ সংরক্ষন ও জলবায়ুর পরিবর্তনে আমাদের বেশী বেশী গাছ লাগাতে হবে । অধিক হারে বৃক্ষ রোপনই আমাদের পরিবেশ বাচাতে কার্য়কর ভূমিকা রাখতে পারে । বৃক্ষ রোপন কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াবৃন্দ।
অনুষ্ঠান শেষে মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ফলজ বৃক্ষ বিতরণ করা হয়।
Leave a Reply