নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জ জেলা সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত আহত নিহত ১৫ টি পরিবারের অনুকূলে মঞ্জুরিকৃত অর্থের চেক প্রদান করা হয়েছে বৃহস্পতিবার ২২ শে মে বিকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ চেক প্রদান অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
জেলা প্রশাসক ও বিআরটিএ এর যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিঞা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, একটি দুর্ঘটনা একটি পরিবারের সারা জীবনের কান্না। যে দুর্ঘটনার স্বীকার হয়েছে সে তো চলে গেছে কিন্তু যে পরিবারটি সেই মানুষটিকে হারালো তার কষ্ট আমরা বুঝতে পারবো না আমরা চাই কেউ যেন এমন দুর্ঘটনার শিকার না হয়।
এজন্য আমাদেরকে আরো বেশি সতর্ক হতে হবে যারা যারা এমন দুর্ঘটনার শিকার হয়েছেন তাদের উচিত অন্য সকলকে সচেতন করে তোলা পরিবারের যারা কর্তা ব্যক্তি রয়েছেন তাদের কাজ হচ্ছে রাস্তায় চলাচলের ব্যাপারে পরিবারের প্রতিটি সদস্যকে সচেতন করে তোলা এবং পরিবহন চালানোর ক্ষেত্রে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স করে নেওয়া।
বক্তব্য শেষে জেলা ১৫টি পরিবারের মাঝে ৬৭ লক্ষ টাকার চেক প্রদান করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হোসেন, সহকারী পুলিশ সুপার ইব্রাহিম সহ প্রমুখ।
Leave a Reply