পিরোজপুর প্রতিনিধিঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে স্কুল ছাত্রী ধর্ষনের চেষ্টা করায় বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজলার চন্ডিপুর এলাকার ৬৫ নং খোলপটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই মানববন্ধন করা হয়। এ সময় উপস্তি ছিলন এলাকার বিভিন্ন মহলের লোকজন।
পরে মানববন্ধন শেষে এক বিক্ষোভ সমাবেশ করা হয়। সমাবেশে স্কুল ছাত্রীর মা জানান, অবিলম্বে ধর্ষণ চেষ্টাকারীকে বিচারের আওতায় আনার দাবি করে বলেন এরকম যেন অন্য কোনো মেয়ের সাথে না করতে পারে। পরে ওই স্কুলের ছাত্র, ছাত্রী ও এলাকার শতাধিক যুবকগন ধর্ষণ চেষ্টাকারী নুরুল ইসলামের বিচার চেয়ে এক বিক্ষোভ মিছিল করেন।
স্কুল ছাত্রীর নানী মহরম বেগম বলেন, আমার মেয়ে আর মেয়ের জামাই ঢাকায় থাকায় নাতনি আমার বাড়িতেই থেকে পড়াশোনা করে। ঘটনা ঘটার পরে আমার বাড়িতে ৬/৭ জন লোক এসে আমাকে বাধ্য করে যাতে এটি নিয়ে বারাবারি না করি। পরে আমার জামাই ঘটনা শুনে ঢাকা থেকে এসে থানায় অভিযোগ করে। এবং আমি স্থানীয় সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা আব্দুল হাই জোমাদ্দারের বাড়িতে যাই বিষয়টি জানানোর জন্য কিন্তু থানায় অভিযোগ দেওয়ার কারনে সে আমাকে ধমক দিয়ে তার বাড়ি থেকে চলে যেতে বলে। আমি ধর্ষণ চেষ্টাকারী নুরুল ইসলামের সুষ্ঠ বিচার চাই।
৬৫ নং খোলপটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা (ভারপ্রাপ্ত) ফেরদৌসী সুলতানা বলেন, সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা আব্দুল হাই জোমাদ্দার আমাকে ফোন দিয়ে বিভিন্ন প্রেসার দিয়েছে যার ফলে আমি মানববন্ধনে অংশ গ্রহণ করতে পারিনি। তবে অভিযুক্ত নুরুল ইসলামের সুষ্ঠ বিচার দাবি করছি। এছাড়াও ভুক্তভোগী স্কুল শিক্ষার্থীর দিন মজুর পিতা, মাতা, ও চাচা মসজিদের ইমাম হাসান হোসেন সহ ঐ স্কুলের বেশ কয়েকজন ছাত্র-ছাত্রী অপরাধীর বিচার দাবী করেন।
উল্লেখ্য গত মঙ্গলবার (২২শে এপ্রিল) ৬৫ নং খোলপটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর ছাত্রী (ছদ্দ) নাম রিয়া আক্তার (১২) স্কুল শেষে নানা বাড়ী যাওয়ার পথে একই এলাকার নুরুল ইসলাম (৪৮) ঐ ছাত্রীকে মুখ চেপে পাশ্ববর্তী একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণের চষ্টা করে। পরে লোকজন আসার শব্দ পেলে ধর্ষণচেষ্টাকারী স্কুল ছাত্রীর হাত ছেড়ে দিলে সেই সুযোগে স্কুল ছাত্রী পালিয়ে যায়। পরে বাড়িতে এসে ঘটনার বিস্তারিত তার নানীকে বললে তার পরিবার থানায় অভিযোগ দিলে বহস্পতিবার রাতে চরখোলপটুয়া এলাকা থেকে ইন্দুরকানী থানা পুলিশ তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন।
Leave a Reply