সোহেল কবির, স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভিংরাবো এলাকায় ব্যবসায়ী জুবায়ের হোসেনের সঙ্গে পূর্ব শত্রুতার জের ধরে তার ভাগিনা চার বছর বয়সের শিশু নাঈম মিয়াকে ইট দিয়ে আঘাত করে ও কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা ।
মঙ্গলবার (২৭ মে) বেলা ১১টায় নাঈম মিয়া তার খেলার সাথীদের সঙ্গে বাড়ির পাশেই খেলতে গেলে একদল সন্ত্রাসী তাকে অতর্কিত হামলা চালায়।
এসময় সন্ত্রাসীরা শিশু নাঈম মিয়াকে মৃত ভেবে কাগজে ও পলিথিনে মুড়িয়ে পাশের ঝোপে ফেলে রেখে পালিয়ে যায় ।
বিকেল ৩টায় নাঈম মিয়ার নিখোঁজের সংবাদ মসজিদের মাইকে ঘোষণা করা হয়। একপর্যায়ে নাঈম মিয়ার চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আহত নাঈম রূপগঞ্জ ইউনিয়নের ভিংরাবো গ্রামের মানসিক প্রতিবন্ধী মামুন মিয়া ছেলে।
রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষের চিকিৎস ডা: আইভি ফেরদৌস বলেন, শিশুটির মাথায় একাধিক আঘাত ও ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। শিশুটি এখন আশঙ্কামুক্ত।
এ ব্যাপারে নাঈম মিয়ার মা সুমা আক্তার বাদী হয়ে একই গ্রামের কামাল মিয়ার স্ত্রী শিমু আক্তার(৩৫) ও তার ছেলে কামরুল ইসলামকে(১৮) নামীয় ও অজ্ঞাত ৪/৫জনকে আসামী করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply