স্টাফ রিপোর্টারঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় গ্রীন এন্ড ক্লিন কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার ও প্রশাসক মোঃ সাইফুল ইসলাম। রূপগঞ্জ উপজেলা সহকারী কর্মকর্তা (ভূমি) তারিকুল ইসলাম, পূর্বাচল অঞ্চলের রাজস্ব কর্মকর্তা তাসবীর হোসেন, গোলাকান্দাইল ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাছির উদ্দিন প্রমুখ। পরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞ্রা ভুলতা স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেন।
এ সময় ডিসি জাহিদুল ইসলাম মিঞা বলেন, পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়। দেশকে শীতল ও বৈরী আবহাওয়া থেকে রক্ষা করতে গাছের কোনো বিকল্প নেই। তাই প্রত্যেকের অন্তত একটি করে গাছের চারা রোপন করা উচিৎ।
Leave a Reply