অথই নূরুল আমিন কবি কলামিষ্ঠ ও রাষ্ট্র বিজ্ঞানী
এই তো আমরা আজকে নব জাগরণে নব চিন্তা আর চেতনায় সামনে যাবার চেষ্টা করছি। গত ৫৩ বছরের ইতিহাসে আমরা একটি সু পরিকল্পিত রাষ্ট্র গঠনে চরম ভাবে ব্যর্থ এক জাতি। আমরা নিজেদের মত করে একটি দেশ সাজাতে পারিনি আজও।
আজকে কোথায় দেশের ন্যায় বিচার, কোথায় পঞ্চায়েত, কোথায় আমাদের সামাজিক নিরাপত্তা, কোথায় আমাদের ভবিষ্যৎ,আর কি রেখে যাচ্ছি আগামী প্রজন্মের জন্য? এককথায় উত্তর হবে কিছু না।
আজকে দেশের নব্বই ভাগ মানুষ। তারা তাদের শ্রেণিভেদে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সমর্থক। আর ঐ রাজনীতি দলগুলো শুধুমাত্র তারা তাদের নিজেদের স্বার্থ রক্ষা করতে গিয়ে, সমাজে আজকে যত অশান্তির কারণ।
আমাদের মাঝে শুধু রাজনীতির কারণে হিংসা প্রতিহিংসা রেষারেষি মারপিঠ একজনের ক্ষতি অন্যজন করছে প্রতিদিন । একজনের সাফল্যে অন্যজনের মন খারাপ হচ্ছে। এছাড়া খুন খারাপি তো লেগেই আছে প্রতিনিয়ত।
বড়ো দুঃখের বিষয় হলো। আজও জাতীয় বাজেট প্রণয়ন করা হয়। সেই ইষ্ট ইন্ডিয়া কোম্পানির পুরানো ভাউচার থেকে। এছাড়া ১৯৭২ সালের সংবিধানটা এই নব প্রজন্মের স্বার্থে আর ঘষাঘষি করা হয়নি।
আজকে দেশে ড. মুহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দ্বারা রাষ্ট্র চলছে। দেশের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় রাজনৈতিক দলের বিভিন্ন নেতৃবৃন্দ এসে দেখা করছেন। বিভিন্ন বিষয়ে বিভিন্ন দাবি উপস্থাপন করছেন। আমরাও চাই। দেশের জন্য দেশের মঙ্গলের জন্য। ইউনূস সরকার কাজ করে যাক। রাজনৈতিক দল গুলোর পছন্দের দাবিগুলো যতটুকু সম্ভব মেনে নেয়া হোক।
Leave a Reply