স্টাফ রিপোর্টার:মোঃইমরান
বৈষম্যের ঠাঁই নাই ঠাঁই নাই বৈষম্যের স্বীকার, এলজিইডি প্রকল্প মাস্টার রোল কর্মকর্তা-কর্মচারীদের মামলার বাস্তবায়নে জন্য আজ আবার DBC NEWS এলজিইডির কর্মচারীদের অসহায় জীবনের কথা সারাদেশে তুলে ধরেছেন।এবং তারা শান্তিপূর্ণ সমাবেশ কর্মসূচি পালন করেন, আপনাদেরকে একটা বিষয় লক্ষ্য করার অনুরোধ করবো, ছোট একটা পেইজে যদি পোস্ট করে সেই পোষ্ট প্রধান উপদেষ্টা পর্যন্ত পৌঁছাতে যদি সময় না লাগে, এখন এতো টিভিতে আমাদের আন্দোলনকে তুলে ধরা হয়েছে, মিডিয়া ভাইদের কাছে আমার প্রশ্ন, আমাদের হাতে হাতে এতো মোবাইলে, আপনাদের টিভি চ্যানেলে এই খবরটি প্রচার হচ্ছে। কিন্তু এই খবরটি কি প্রধান উপদেষ্টা এবং এলজিইডির উপদেষ্টার কাছে যাচ্ছে না? আমাদের চীপ স্যার ও এর কোনো পদক্ষেপ নিচ্ছে না। তাই এই বিষয় গুলো সমাজের বিবেকবান আইন জীবি, সাংবাদিক, উপদেষ্টাদের এবং ছাত্র সমন্বয়কদের দৃষ্টি আকর্ষণ করছি। সব শ্রেনীর মানুষকে এই বিষয়টি ভেবে দেখার অনুরোধ করছি।
Leave a Reply