1. admin@somoybelanews.com : somoyadmin :
সোমবার, ২৬ মে ২০২৫, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে ইয়াবাসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন দিনাজপুর ইনস্টিটিউটের ১২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ওসমানীনগরে হাইওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনের যৌথ উচ্ছেদ অভিযান কালিয়ায় তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন ওসমানীনগরে তিনদিন ব্যাপী ভূমি মেলা অনুষ্ঠিত বেনাপোল চেকপোস্ট সড়কে বিজিবির বাঁশের বেড়ায় শতাধিক বাণিজ্যিক প্রতিষ্ঠান অবরুদ্ধ, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা রূপগঞ্জে আবাসন প্রকল্পের এনওসি অনুমোদন বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন দিনাজপুরে একদিনে ৯ মরদেহ উদ্ধার যশোরে পালিত ছেলের হাতে মা খুন

গাইবান্ধা সদরে এসি ল্যান্ড না থাকায় ৪ মাসে প্রায় ৫ হাজার নামজারি ফাইল বন্ধ হয়ে রয়েছে

  • প্রকাশিত: সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধা সদরে এসি ল্যান্ড না থাকায় নামজারির কাজ না হওয়ায় ৪ মাসে প্রায় ৫ হাজার নামজারি ফাইল বন্ধি হয়ে রয়েছে ফলে জণগণের চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে।

জণগণের ট্যাক্সে চলছে দেশ, আর সেই জণগণই ভোগান্তির শিকার হচ্ছে গাইবান্ধার সংশ্লিষ্ট জেলা ও উপজেলা প্রশাসনের উদাসীনতায়। কমপক্ষে চার মাস যাবত গাইবান্ধা সদর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) পদটি শূন্য রয়েছে। ইতোমধ্যে জমে গেছে পাঁচ সহস্রাধিক নামজারির ফাইল। অন্যান্য কাজেও নেমে এসেছে স্থবিরতা।

উত্তরাঞ্চলের অন্যান্য জেলার চেয়ে ব্যস্ততম জেলা গাইবান্ধা। আর এই গাইবান্ধা জেলার অন্যান্য উপজেলার চেয়ে সবচেয়ে বেশি ব্যস্ততম উপজেলা গাইবান্ধা সদর। কারণ গাইবান্ধা জেলা প্রশাসন কার্যালয়, কোর্ট কাচারি সহ সকল সরকারি বেসরকারি অফিস গাইবান্ধা সদর উপজেলার মধ্যেই অবস্থিত। আর গাইবান্ধা জেলা শহরটিও রয়েছে গাইবান্ধা সদর উপজেলার মধ্যে। তাই জেলা শহরে জমি কেনা বেচা থেকে শুরু করে সকল প্রকার কার্যক্রম গাইবান্ধা সদর উপজেলার মধ্যে সম্পন্ন হয়ে থাকে।
এদিকে, বাংলাদেশ সরকার জমি সংক্রান্ত মামলা মোকদ্দমা সহ বিভিন্ন ঝুটঝামেলা যাতে না হয় বা জমি সংক্রান্ত জটিলতা কমাতে এবং রাজস্ব আয় বৃদ্ধির পথ সুগম করতে জমি কেনা বেচার আগে জমির নামজারি বাধ্যতামূলক করেছে। এ বিষয়ে স্বতঃস্ফূর্ত ভাবে জণগণও সাড়া দিয়েছে। কিন্তু গাইবান্ধার সংশ্লিষ্ট প্রশাসন রহস্যজনক কারণে গাইবান্ধা সদর উপজেলায় দীর্ঘ চার মাস থেকে সহকারী কমিশনার (ভূমি) অফিসটিতে সহকারী কমিশনার পদটি শূন্য রেখেছে। যদিও অন্য উপজেলার সহকারী কমিশনার (ভূমি) দিয়ে সপ্তাহে ২/১ দিন বা ২/৩ দিন কাজ সারলেও কয়েক দিন যেতে না যেতেই ডিপুটেশন বাতিল করে দেয়া হচ্ছে। ফলে পুনরায় এসি ল্যান্ডের পদটি শূন্য থেকেই যাচ্ছে।ফলে কাজের কাজ কিছুই হচ্ছে না।।
কিন্তু গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সদরের এসি ল্যান্ড এর দায়িত্বে থাকলেও ব্যস্ততম গাইবান্ধা সদর উপজেলার কার্যক্রম ব্যাপক হওয়ায় তিনিও নিজ দপ্তরের কাজের চাপে থাকায় শুন্য পদের কাজ শুন্য ই থেকে যাচ্ছে। তাই উক্ত পদে দায়সারা গোছের কাজ করে মাসের পর মাস অতিবাহিত হচ্ছে কিন্তু জণগণের একমাত্র নামজারির কাজ ফাইল বন্ধি থেকে যাচ্ছে। ফলে দীর্ঘদিন থেকে এসি ল্যান্ড না থাকায় বা না দেয়ায় ইতোমধ্যে কমপক্ষে পাঁচ সহস্রাধিক নামজারির ফাইল আটকে আছে।
জানাযায়,বর্তমানে গাইবান্ধা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সদরের এসি ল্যান্ডের দায়িত্বে রয়েছেন, কিন্তু জেলা সদরের ব্যস্ততম একটি উপজেলায় একজন নির্বাহী কর্মকর্তা তার নিজস্ব অফিসের কার্যক্রম পরিচালনা, মিটিং সহ বিভিন্ন কার্যক্রম করতেই অফিস টাইম শেষ হয়ে যায়, আর সময়ের ফাঁকে সদরের এসি ল্যান্ড অফিসের গুরুত্বপূর্ণ ফাইল পত্র সারতে দেখা যাচ্ছে। কিন্তু সরকারি দপ্তরে সরকারি কাজ কমবেশি হলেও জণগণের কাজের কাজ কিছুই হচ্ছে না। ইতোমধ্যে গত চার মাসে কমপক্ষে পাঁচ সহস্রাধিক নামজারির ফাইল আটকে আছে।
আরো জানাযায়, অনেকেই মেয়ের বিয়ে,চিকিৎসা খরচ বা গুরুত্বপূর্ণ কোনো কাজ করতে টাকার জোগান দিতে জমি বিক্রি করে থাকে। যেহেতু ক্রয়কৃত জমি বিক্রি করতে গেলে জমির নামজারি বাধ্যতামূলক করা হয়েছে, তাই অনেকেই নামজারির ফাইল আটকে থাকায় মেয়ের বিয়ে সহ চিকিৎসা সহ গুরুত্বপূর্ণ কোনো ধরনের কাজ করতে না পারায় তাদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।
তাই এলাকার ভুক্তভোগী জনগণ সহ সচেতন মহল জরুরি ভিত্তিতে উল্লেখিত গাইবান্ধা সদর উপজেলায় এসি ল্যান্ডের পদটি পুরণ করে জণগণের ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ প্রয়োজন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

© All rights reserved © 2024

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি