ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে তিনদিন ব্যাপী ভূমি মেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ মে) সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীনের সভাপতিত্বে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, ভূমি মেলা ২০২৫ উপলক্ষে আগামী তিনদিনব্যাপী ভূমি সংক্রান্ত সকল ডিজিটাল ও সরাসরি সেবা জনগণের কাছে পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আপনারা সকলে এসে ফ্রি সেবা গ্রহণ করুন। ভূমি সেবাকে প্রান্তিক এলাকায় পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই ভূমি মেলা।
মেলায় নাগরিকরা ভূমি সংক্রান্ত খতিয়ান উত্তোলন, নামজারি, মিউটেশন, পর্চা প্রাপ্তি, অনলাইনে আবেদন, ভূমি উন্নয়ন কর পরিশোধসহ বিভিন্ন ডিজিটাল সেবা পাচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই সেবা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। এই মেলার মাধ্যমে গ্রামেগঞ্জের অনেক মানুষ উপকৃত হবে।
এসময় উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলার রাজনৈতিক, সামাজিক এবং প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ ও ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
Leave a Reply