মিতু (নারায়ণগঞ্জ প্রতিনিধি)
নারায়ণগঞ্জ মহানগর জমিয়তে ওলামায়ে ইসলামের সভাপতি ও হেফাজত নেতা মাওলানা কামাল উদ্দিন দায়েমীর অশ্রাব্য গালিগালাজের অডিও ভাইরাল হয়েছে। একজন আলেম নামধারী ব্যক্তির মুখে এ ধরনের গালিগালাজ ভাইরাল হবার পর এতে বিব্রত বোধ করছেন নারায়ণগঞ্জের আলেম ও ইসলামী দলগুলোর নেতৃবৃন্দ। তাদের বক্তব্য, একটি ইসলামী দলের দায়িত্বশীল পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন তিনি।
সম্প্রতি ভাইরাল হওয়া তার অশ্রাব্য গালিগালাজ ও একজন ব্যক্তিকে হুমকি দেয়ার অডিওটি ছড়িয়ে পড়েছে।
অডিওতে শুনা যায় একজনকে উদ্দেশ্য করে দায়েমী বলেন, কোন খা**র পোলা আছে, মাওলানা ফেরদাউস (নারায়ণগঞ্জ জেলা জমিয়তে ওলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক ও মহানগর হেফাজতে ইসলামের স্থগিত কমিটির সভাপতি) ছাড়া কোন খা**র পোলা আছে যে খা**র পোলারা মাওলানা ফেরদাউসের বিরুদ্ধে কইবো? তার মার…!!! (অপ্রকাশযোগ্য)…
একই অডিওতে ঐ ব্যক্তিকে অনেকটা হুমকি দিয়ে উনি বলেন, আপনার অবস্থা খারাপ হবে আপনি সাবধান হয়ে যান, আপনি নারায়ণগঞ্জে থাকতে পারবেন না।
এরকম আরো একাধিক ব্যক্তিকে হুমকি দেয়ার অভিযোগ রয়েছে এই দায়েমীর বিরুদ্ধে।
Leave a Reply