মিতু (নারায়ণগঞ্জ প্রতিনিধি)
নারায়ণগঞ্জ মহানগর জমিয়তে ওলামায়ে ইসলামের সভাপতি ও হেফাজত নেতা মাওলানা কামাল উদ্দিন দায়েমীর অশ্রাব্য গালিগালাজের অডিও ভাইরাল হয়েছে। একজন আলেম নামধারী ব্যক্তির মুখে এ ধরনের গালিগালাজ ভাইরাল হবার পর এতে বিব্রত বোধ করছেন নারায়ণগঞ্জের আলেম ও ইসলামী দলগুলোর নেতৃবৃন্দ। তাদের বক্তব্য, একটি ইসলামী দলের দায়িত্বশীল পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন তিনি।
সম্প্রতি ভাইরাল হওয়া তার অশ্রাব্য গালিগালাজ ও একজন ব্যক্তিকে হুমকি দেয়ার অডিওটি ছড়িয়ে পড়েছে।
অডিওতে শুনা যায় একজনকে উদ্দেশ্য করে দায়েমী বলেন, কোন খা**র পোলা আছে, মাওলানা ফেরদাউস (নারায়ণগঞ্জ জেলা জমিয়তে ওলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক ও মহানগর হেফাজতে ইসলামের স্থগিত কমিটির সভাপতি) ছাড়া কোন খা**র পোলা আছে যে খা**র পোলারা মাওলানা ফেরদাউসের বিরুদ্ধে কইবো? তার মার...!!! (অপ্রকাশযোগ্য)...
একই অডিওতে ঐ ব্যক্তিকে অনেকটা হুমকি দিয়ে উনি বলেন, আপনার অবস্থা খারাপ হবে আপনি সাবধান হয়ে যান, আপনি নারায়ণগঞ্জে থাকতে পারবেন না।
এরকম আরো একাধিক ব্যক্তিকে হুমকি দেয়ার অভিযোগ রয়েছে এই দায়েমীর বিরুদ্ধে।