1. admin@somoybelanews.com : somoyadmin :
বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ

ভূলতা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত, ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

রূপগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভূলতা ইউনিয়ন পরিষদের ২০২৫-২০২৬ অর্থবছরের উন্মুক্ত বার্ষিক বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ মে মঙ্গলবার ভূলতা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই সভা আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ভূলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আরিফুল হক ভূঁইয়া। বাজেট উপস্থাপনায় জানানো হয়, আগামী অর্থবছরে ইউনিয়নের মোট আয় নির্ধারণ করা হয়েছে ৩ কোটি ২ লাখ ৫৫ হাজার ৫৬০ টাকা, আর ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৬৭ লাখ ৭৮ হাজার টাকা।

এসময় উপস্থিত ছিলেন ভূলতা ইউনিয়ন পরিষদের সচিব মো: খোরশিদ আলম, প্যানেল চেয়ারম্যান মনির হোসেন, ইউপি সদস্য আবু দানিছ ভূঁইয়া, রেজাউর রহমান খান, সুমন মুন্সি, কাকন মাহমুদ খোকন, মাহবুবুর রহমান এবং সংরক্ষিত মহিলা সদস্য মোসাঃ রুবিনা বেগম ও মোসাঃ খোদেজা বেগম। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এই সভায় অংশগ্রহণ করেন।

সভায় অংশগ্রহণকারীরা বাজেটকে সময়োপযোগী ও জনগণের চাহিদা অনুযায়ী বলে উল্লেখ করেন এবং এলাকার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

© All rights reserved © 2024

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি