মোঃ আরিফুল ইসলাম পিরোজপুর প্রতিনিধিঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে বিএনপির মিছিলে ককটেল বিস্ফোরণের অভিযোগে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের ৬৯ নেতকর্মীর বিরুদ্ধে মামলা করেছে বিএনপি।
মঙ্গলবার রাতে স্থানীয় জাতীয়তাবাদী তাতী দলের নেতা মোঃ কবির শেখ বাদী হয়ে এ মামলা করেন।
মামলার এজাহারে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মৃধা মনিরুজ্জামান, উপজেলা যুবলীগের সহ-সভাপতি ইকরামুল শিকদার, উপজেলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তোবারেক হাওলাদার সহ আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের ৬৯ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয় এবং ৫০ জন অজ্ঞাত রাখা হয়েছে।
সোমবার বিকালে উপজেলার ঘোষেরহাট বাজারে বিএনপির মিছিল কে লক্ষ্য করে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটায় ও ইট পাটকেল নিক্ষেপ করে। খবর পেয়ে পুলিশ গিয়ে অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।
এ ঘটনায় সোমবার রাতে উপজেলা বিএনপির নেতৃত্বে হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবীত ঘোষেরহাট বাজারে মিছিল করে বিএনপি সমর্থকরা।
উপজেলা বিএনপির আহবায়ক মোঃ ফরিদ আহম্মেদ জানান, ঘোষেরহাট বাজারে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর দোয়া অনুষ্ঠানে মিছিল করে বিএনপি নেতাকর্মীরা যাচ্ছিল। এ সময় আওয়ামীলীগ ও যুবলীগের নেতাকর্মীরা বিএনপির মিছিলে ককটেল মেরে নেতাকর্মীদের ছত্র ভঙ্গ করে দেয়। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
ইন্দুরকানী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সেলিম হাওলাদার বলেন, “আমি দীর্ঘদিন আওয়ামীলীগের উপজেলা সম্পাদকের দায়িত্বে আছি। আমি তো কারো সাথে টু শব্দটাও করিনি। বিগত দিনে যারা যেমন করেছে, তারা তেমন ফল পাবে।”
ইন্দুরকানী থানার ওসি মোঃ কামরুজ্জামান তালুকদার জানান, নাশকতার অভিযোগে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের ৬৯ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেছে বিএনপি এ ছাড়াও ৫০ জনের নাম অজ্ঞাত রয়েছে।
Leave a Reply