ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি। কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব তিনি। মাঝে মধ্যেই নিজের ছবি, ভিডিও কিংবা অনুভূতি শেয়ার করেন ভক্তদের সঙ্গে। তারই ধারাবাহিকতায় এবার ঈদের দিন একটি ভিডিও পোস্ট করেছেন এই অভিনেত্রী। ইতোমধ্যে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
১ মিনিট ৩১ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, এই চিত্রনায়িকার ছেলে তার মায়ের কাছ থেকে নিজের হাতে কোরবানির মাংসের টুকরা নিয়ে বাটিতে রাখছে। এ রকম কয়েকবার নেওয়ায় পূর্ণ হয়ে যাচ্ছে বাটি। কাজটি করতে গিয়ে বেশ আনন্দিতও মনে হচ্ছে তাকে।
ভিডিওতে পরীমণিকে দেখা না গেলেও তার কণ্ঠে ছেলেকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে শোনা যায়।
ভিডিওটি নিজের পেজ ও আইডি থেকে শেয়ার করেছেন নায়িকা। ভক্ত-অনুরাগীরা তাতে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন। যার বেশ কিছু মন্তব্যের জবাবও দিয়েছেন পরী।
অনামিকা বিনতে মোতালেব নামে একজন লিখেছেন, সোনা বাবাটা, আদর করতে ইচ্ছে করে দেখলেই।
হাজেরা লাকি লিখেছেন, তোমার ছেলেকে আর তোমাকে জানাই অফুরন্ত ভালোবাসা, ঈদ মোবারক।
হাসান মির্জা নামের আরেকজন লিখেছেন, মাশাআল্লাহ আল্লাহ তাকে নেক হায়াত দান করুক।
প্রসঙ্গত, পরীমণি সর্বশেষ ‘রঙিলা কিতাব’ নামের একটি ওয়েব সিরিজের কাজ করছেন। এটি নির্মাণ করছেন ‘দেবী’খ্যাত নির্মাতা অনম বিশ্বাস। যেখানে পরীমণিকে দেখা যাবে সুপ্তি নামের একটি চরিত্রে। এ ছাড়াও ওপার বাংলার সিনেমাতেও অভিনয় করেছেন এই অভিনেত্রী।
Leave a Reply