মো. রাসেল শেখ, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
নড়াইলের লোহাগড়ায় অজ্ঞাত এক কিশোরের মৃতদেহ উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ।
সোমবার সকাল ৯টার দিকে কাশিপুর ইউনিয়নের সারুলিয়া এলাকায় ঢাকা- খুলনা -বেনাপোল রেল লাইনের পাশ থেকে কিশোরের রক্তাক্ত মৃতদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে সারুলিয়া রেল সেতু এলাকায় হাটাহাটিকালে
স্থানীয়রা কিশোরের রক্তাক্ত মৃতদেহটি দেখতে পায়। এরপর গ্রামবাসী জানতে পেরে মৃতদেহটি দেখার জন্য ভীড় করে। পরে লোহাগড়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে। নিহত ওই কিশোরের মুখে রক্ত বের হতে দেখা গেছে। কেউ তাকে হত্যা করে ফেলে রেখে গেছে নাকি ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে এখনো কেউ বলতে পারেনি।
লোহাগড়া থানার ওসি মোঃ শরিফুল ইসলাম জানান, মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি উদ্ধার করে নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply