মোঃ আরিফুল ইসলাম পিরোজপুর প্রতিনিধিঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে অধ্যক্ষকে লাঞ্চিত করার অভিযোগে ইন্দুরকানী এফ করিম আলিম মাদ্রাসার আরবী প্রভাষক মোঃ মাহবুবুর রহমানকে সামায়িক বহিস্কার করেছে মাদ্রাসা পরিচালনা কমিটি।
প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে মাদ্রাসা পরিচালনা কমিটি জরুরী সভা ডেকে তাকে বহিস্কার এবং ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে।
মাদ্রাসা সুত্রে জানা যায়, ওই মাদ্রাসার আরবী প্রভাষক মাহবুবুর রহমান প্রায়ই দেরী করে মাদ্রাসায় উপস্থিত হন। গত ৫মে রোজ সোমবারও তিনি মাদ্রাসায় দেরী করে উপস্থিত হলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ রিয়াজুল ইসলাম তাকে যথা সময়ে মাদ্রাসায় উপস্থিত হতে বলেন। এ সময় মাহাবুুর রহমান ক্ষিপ্ত হয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ রিয়াজুল ইসলামকে শিক্ষক মিলনায়তন কক্ষে প্রকাশ্যে লাঞ্চিত করে। এই অভিযোগের ভিত্তিতে মাদ্রাসা পরিচালনা কমিটি জরুরী সভা ডেকে প্রভাষক মাহবুবুর রহমানকে সাময়িক বহিস্কার এবং ঘটনার অধিকতর তদন্তে ৩ সদস্যের একটি কমিটি গঠন করে। তদন্ত কমিটিকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমাদানের জন্য বলা হয়েছে।
মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ রিয়াজুল ইসলাম জানান, “ আরবী প্রভাষক মাহবুবুর রহমান শিক্ষাকতার পাশাপাশি ২টি এজেন্ট ব্যাংকিং এবং একটি লাইফ ইন্সুরেন্স কোম্পানি পরিচালনা করেন। এসকল ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য তিনি প্রায়ই দেরী করে মাদ্রাসায় আসেন। গত ০৫/০৫/২০২৫ তারিখও তিনি দেরী করে আসলে আমি তাকে কারন জিজ্ঞাসা করায় তিনি ক্ষিপ্ত হয়ে আমাকে অকথ্য ভাষায় গালাগালি সহ মারধর ও বিভিন্ন হুমকি ধামকি দেয়।”
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ জহিরুল ইসলাম জানান, অধ্যক্ষকে লাঞ্চিত করার বিষয়টি খুবই দুঃখজনক, ঘটনার সত্যতা পাওয়ায় ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক অভিযুক্তকে সাময়িক বহিস্কার করা হয়েছে এবং অধিকতর তদন্তের জন্য ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট অনুযায়ী বিধি মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।
এর আগে গত ৫মে সোমবার অধ্যক্ষকে লাঞ্ছিত করার ঘটনায় সাংবাদিকরা নিউজ প্রকাশ করলে মাহাবুবুর রহমান তার ফেইসবুকে আইডিতে সাংবাদিকদের মামলা দেওয়ার ও হুমকি দিয়ে একটি পোস্ট করেন যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে।
Leave a Reply