মোঃ মিরাজুল ইসলাম বিশেষ প্রতিনিধি:
নীলফামারী জেলায় জলঢাকার উপজেলার তিন নং বালাগ্রাম ইউনিয়ন পরিষদ এখন দুর্নীতির আখড়া হয়ে বসেছে আহমেদ হোসেন ভান্ডার। তিনি বিগত দিনগুলোতে ইউনিয়ন পরিষদের বিভিন্ন মালামাল লুট করে খেয়েছেন।
এবং তিনি সরকারের দেওয়া ১০ কেজি করে উপহারে চাল সেটিও তিনি বিক্রি করে দিয়েছেন ট্রাংকে ট্রাংকে কারণ তিনি একজন আওয়ামী লীগের ড্রামি প্রার্থী এবং নেতা তারই প্রভাব খাটিয়ে এইসব নৈরাজ্য চালিয়েছেন বালাগ্রাম ইউনিয়নে।
সাধারণ মানুষের সাথে নির্যাতন নিপীড়ন আরো অনেক ধরনের
ঘটনা ঘটান এই নৌকা মার্কার চেয়ারম্যান আহমেদ হোসেন ভান্ডার
তিনি নৌকা মার্কার বালাগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
থাকাকালীন অনেক অসহায় মানুষের জমি সহ অনেক কিছু তিনি জোরপূর্বক মানুষকে দখল নিয়ে দিয়েছেন।
এলাকার সাধারণ মানুষদের জোর দাবি জানিয়েছেন তাকে নৌকা মার্কা থেকে এবং চেয়ারম্যানের পদ থেকে অপসারণ দোয়ার জন্য। নয়তো সাধারণ জনগণ বলেন যে এই স্বৈরাচার চেয়ারম্যানের জন্য কখন কি ঘটে যায় বলা যায় না। কারন আমরা এ পর্যন্ত সাধারণ জনগণ নীরব রয়েছি কোন ধরনের বিশৃঙ্খলা থেকে আমাদের দ্বারা যেন কোন অন্যায় না হয় কিন্তু সে যদি এখনো তার আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে বিভিন্ন ক্ষমতার প্রভাব খাটিয়ে তার অপব্যবহার করে সেটিকে আমরা রুখে দেবো। আজকেই তো সকাল বেলা উপজেলায় বিশৃঙ্খলা করার জন্য বড় বড় ট্রাকে করে মানুষ বুঝাই করে নিয়ে আসেন এই আহমেদ হোসেন ভান্ডার। তার হাতে এত ক্ষমতা জনগণের জানতে চায়। সাধারণ মানুষেরা আরো বলেন পুরো বাংলাদেশ স্বাধীন হলো এখনো স্বাধীন হয়নি বালাগ্রামে ইউনিয়ন কারণ এই স্বৈরাচার চেয়ারম্যান তার হাত থেকে যতক্ষণ চেয়ারম্যানের পদ থেকে সরে না যাবে ততক্ষণ পর্যন্ত বালাগ্রাম ইউনিয়ন স্বাধীন হবে না। স্বৈরাচার আহমেদ হোসেন ভান্ডার বালাগ্রাম জলঢাকা নীলফামারী।
Leave a Reply