মোঃ আরিফুল ইসলাম পিরোজপুর প্রতিনিধিঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে উপজেলা শ্রমিক দলের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা শ্রমিক দলের আয়োজনে প্রথমে একটি র্যালি বের হয়। র্যালিটি ইন্দুরকানী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলেক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব শাহাদাত হোসেন রানার সঞ্চালনায় ও আহবায়ক মোঃ আবুল কালাম হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শ্রমিকরা দিনরাত পরিশ্রম করে এই বাংলাদেশ বিনির্মাণ করেছে। আপনাদের প্রিয় নেতা ইতিহাসের রাখাল রাজা বাংলা মায়ের আদর্শ সন্তান আমাদের প্রিয় নেতা প্রিয় শ্রমিক বিশ্ব ইতিহাসের সর্বশ্রেষ্ট শ্রমিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আপনাদের এলাকার কৃষি কাজের উন্নয়নের জন্য নিজ হাতে খাল খনন করেছেন। আপনাদের এলাকার যত উন্নয়ন সব বিএনপির আমলেই হয়েছে। আর আগামীতেও এলাকার উন্নয়নের স্বার্থে বিএনপি ছাড়া কোন বিকল্প নেই। প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান সৌদি আরবে নিম গাছ নিয়ে সৌদি বাদশাকে উপহার দেওয়ার সময় বলেছেন আমার মানুষ কাজ চায়, আমার মানুষ ক্ষুধার্ত, আমরা পরিশ্রমি আমরা সৎ। সেই সময় ১ লক্ষ ওয়ার্ক পারমিট এনে অদক্ষ শ্রমিকদের যাদের টেকনিক্যাল কোন জ্ঞান নাই তাদেরকে দক্ষ করে গড়ে তুলে সেই ১ লক্ষ শ্রমিক সৌদি আরব পাঠিয়েছেন। তিনি বললেন বেকার থাকা যাবে না। ৩১ দফাতে তারেক রহমান বলেছেন, বাস্তবতা ভিত্তিতে মজুরী নির্ধারণ করতে হবে দ্রব্যমূল্যের উর্দ্ধগতিকে সামাল দিয়ে মজুরি কমিশন গঠন করতে হবে। মজুরি কমিশন প্রতি বছর করতে হবে। বাংলাদেশের সামনে একটি সোনালী ফসল শুধু ঘোরাফেরা করছে কিন্তু গত ১৬ বছর পাটকল শুধু বন্ধই হয়েছে। আজকে বাংলাদেশের সোনালী ফসল পাট এখন বিশ্বের সবদেশ চায় কারন প্লাস্টিক চলবে না। তারেক রহমান বলেছেন সমস্ত পাটকলগুলো আধুনিক যন্ত্রপাতি দিয়ে আবারও চালু করা হবে। বিদেশে সোনালী ফসল সোনালী আশ রপ্তানি করার জন্য।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক এইচ এম ফরিদ আহম্মেদ, সদস্য সচিব আলমগীর কবির মান্নু, জেলা শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আঃ ছালাম বাতেন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু।
এছাড়াও আরো বক্তব্য রাখেন, জেলা মৎস্যজীবি দলের সভাপতি তরিকুল ইসলাম নজিবুল, ইন্দুরকানী উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মাস্তান হাফিজ, যুবদলের আহবায়ক আতিকুর রহমান, ছাত্রদলের সাবেক সভাপতি শাহিদুল ইসলাম, আহবায়ক আল আমিন হোসেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা মহিলা দলের যুগ্ন আহবায়ক রেহেনা হাফিজ, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ জুয়েল রানা, ছাত্রদলের সাবেক (ভারপ্রাপ্ত) আহবায়ক রাকিবুল ইসলাম প্রমুখ।
Leave a Reply