মো. রাসেল শেখ, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলে শিশুকে ধর্ষণ শেষে শ^াসরোধ করে হত্যা মামলায় হৃদয় বৈরাগী (২৩) নামে এক যুবককে আদালত যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ডের আদেশ দিয়েছেন । দন্ডপ্রাপ্ত হৃদয় নড়াইল সদর উপজেলার বীড় গ্রামের দিলীপ বৈরাগীর ছেলে। বুধবার (৩০ এপ্রিল) দুপুরে জেলা ও দায়রা জজ শারমিন নিগার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্ত হৃদয় বৈরাগী আদালতে অনুপস্থিত ছিলেন। নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এসএম আব্দুল হক বিষয়টি নিশ্চিত করেনে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৮ ডিসেম্বর দুপুরে বীড় গ্রামের দশরথ বৈরাগীর শিশুকন্যা হৃতিকা বৈরাগী চাচা দিলীপ বৈরাগীর বাড়িতে খেলতে যায়। রাতে হৃতিকা বৈরাগী বাড়িতে ফিরে না আসায় স্বজনরা তাকে অনেক খোঁজা খুঁজি করে সন্ধান পাইনি। পরেরদিন ২৯ ডিসেম্বর দুপুরে স্থানীয় লোকজন ওই গ্রামের একটি পুকুর পাড়ের নিচে লাশ দেখতে পেয়ে স্বজনদের খবর দেয়। দশরথ বৈরাগীর ভাতিজা হৃদয় বৈরাগী শিশু হৃতিকা বৈরাগীকে ধর্ষণ শেষে শ^াষরোধ করে হত্যা করে। পরবর্তীতে লাশ পুকুর পাড়ের নিচে ফেলে দেয়। এঘটনায় ৩০ ডিসেম্বর হৃদয় বৈরাগীকে আসামি করে নড়াইল সদর থানায় মামলা দায়ের হয়।
পুলিশ হৃদয় বৈরাগীকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করে। স্বাক্ষীদের স্বাক্ষ্য গ্রহণ শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণীত হওয়ায় বিচারক এ রায় ঘোষণা করেন।
Leave a Reply