স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
নগরের চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিনের নেতৃত্বে পুলিশ পরিদর্শক তদন্ত/তানভীর আহমেদ, এসআই/মোহাম্মদ আবু মুছা সঙ্গীয় ফোর্স সহ ২৬ এপ্রিল সকাল ০৬:১০ ঘটিকার সময় চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকায় অভিযান পরিচালনা করিয়া আসামী চান্দগাঁও থানার মামলা নং-২৯, তারিখ-২৪/০৪/২০২৫ইং, ধারা-১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) তৎসহ ১৮৬/৩৩২/৩৩৩/৩৫৩ পেনাল কোড-১৮৬০ মূলে আসামী ০১। মোঃ জুয়েল (২০), পিতা-মহি উদ্দিন প্রকাশ আব্দুল জলিল, মাতা-বকুল বেগম, সাং-রসূলপুর, ফজলুল মেম্বারের বাড়ী @ আম্বল আলীর বাড়ী, থানা-দেবীদ্বার, জেলা-কুমিল্লা, বর্তমানে-বাদশা চেয়ারম্যান ঘাটা, হেদায়েত মঞ্জিল, নীচ তলা, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম (ভাসমান) কে গ্রেফতার করা হয়।
Leave a Reply