মো: আল আমিন মিয়া:
তীব্র গরমে খানিকটা প্রশান্তির জন্য প্রতি বছরের মতো এবারও বিনামূল্যে শরবতের ব্যবস্থা করেছেন শাহবাজ ফাউন্ডেশন, তারা সপ্তাহে তিনদিন ভুলতা গাউছিয়া ফ্লাইওভারের নিচে ভুলতা স্কুল এন্ড কলেজের সামনে পথযাত্রী, গরীব দুঃখীদের জন্য বিনামূল্যে খাবার দিচ্ছেন প্রায় দুই বছর যাবত, যা দস্তরখান নামে পরিচিত, তবে তাঁরা দস্তরখানের পাশাপাশি গরমে ঠান্ডা শরবত নিয়ে পাশে দাঁড়ান আরো বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রমের সাথে তারা জড়িত,
শাহবাজ ফাউন্ডেশনের সদস্য ইয়ামিন আরাফাত (তুষার) জানান, আমাদের মূল উদ্দেশ্য মানবসেবা , শাহবাজ ফাউন্ডেশন রূপগঞ্জ সহ সাড়া দেশে বিস্তার লাভ করবে , কারন আমরা শক্তি ও সাহস পাই আমাদের ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান সাইয়েদ হোসাইন শাহবাজীর কাছ থেকে , এবং তিনি আরো বলেন আমাদের অনেক কাজ হাতে আছে সময়ের সাথে সাথে তা উপস্থাপন করবো , সকলের দোয়া ও ভালোবাসা চাই ।
Leave a Reply