মিতু আহমেদ নারায়ণগঞ্জ প্রতিনিধি,
জাপান-বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং পেপার্সের চেয়ারম্যান সেলিম প্রধান বলেছেন,আমাদের রূপগঞ্জ একটা পরিবার, এখানে কোন দল নেই। স্বৈরাচারের আগের যায়গায় দেশ যাবে না। রূপগঞ্জে সন্ত্রাসী চাঁদাবাজি করে যারা আমি কিন্তু ওদের লাইফ হেল করে দিবো। ওদের ভবিষ্যত খুব খারাপ হবে,সময় থাকতে এগুলো বাদ দিতে হবে।
বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলা আদালতে জমি সংক্রান্ত একটি মামলার কাজে এসে সাংবাদিকদের তিনি এসব বলেন ।
তিনি বলেন, বিগত সরকারের আমলে আপনারা দেখেছেন গাজীর বাহিনী কীভাবে আমাকে আক্রমণ করত। গত পনেরো বছর এই সরকারের বিরুদ্ধে দল ছাড়া, সংগঠন ছাড়া কেউ যদি লড়াই করে থাকে তাহলে সেটা কিন্তু আমিই করেছি। আমাকে একের পর এক মামলায় জড়িয়েছে। আমি এই মামলায় আইনি লড়াই চালিয়ে যাচ্ছি।
গত পাঁচ আগষ্টের পর মনে হয়েছে দেশটা আমাদের, আমরা সবাই একত্রিত হয়েছি। এখন একেকজন একেক কথা বলে। কেউ বলে কালকে ইলেকশন দাও, কেউ বলে এটা লাগবে, ওটা লাগবে। সবার কাছে অনুরোধ, দেশটাকে আগের যায়গায় যেতে দিয়েন না। আপনাদের বুজতে হবে সবার আগে দেশ।
Leave a Reply