মোঃ আরিফুল ইসলাম পিরোজপুর প্রতিনিধিঃ
পিরোজপুরের ইন্দুরকানী সরকারি কলেজে নতুন অধ্যক্ষ হিসেবে অধ্যাপক মোহাম্মাদ জাহাঙ্গীর হোসেন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা ১১ টায় তিনি কলেজে এসে যোগদান করেন। এ উপলক্ষে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সঞ্জিত কুমার সাহার নেতৃত্বে কলেজের শিক্ষকবৃন্দ ও অফিস স্টাফ তাঁকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। এরপর কলেজের শিক্ষক মিলনায়তনে এক পরিচিতি সভার আয়োজন করা হয়।
সভায় নবাগত অধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর হোসেন কলেজের সার্বিক মানোন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকাগণ, প্রশাসনিক কর্মকর্তা এবং অন্যান্য স্টাফ উপস্থিত ছিলেন। তারা নতুন অধ্যক্ষকে স্বাগত জানিয়ে কলেজের উন্নয়নে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
এর আগে তিনি বরিশাল ব্রজমোহন সরকারী কলেজে ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। কিন্তু গত ৮ই এপ্রিল ২০২৫ তারিখে মাউশি অধিদপ্তর তাকে ওএসডি করে ইন্দুরকানী সরকারি কলেজে অধ্যক্ষ হিসেবে সংযুক্ত করে।
Leave a Reply