মোঃ আরিফুল ইসলাম পিরোজপুর প্রতিনিধিঃ
জঙ্গি, সন্ত্রাসবাদ, মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে পিরোজপুরের ইন্দুরকানীতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে সোমবার (২১ এপ্রিল ) সকালে ইন্দুরকানী সদর থানায় এ কর্মসূচি পালন করা হয়।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মারুফ হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) মোঃ সাখাওয়াত হোসেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, ইন্দুরকানী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী, উপজেলা বিএনপির আহবায়ক এইচ এম ফরিদ আহম্মেদ, সাবেক ভাইস চেয়ারম্যান ফাইজুল কবীর তালুকদার, জামায়াতের আমির মাওলানা আলী হোসেন, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক এইচ এম ফারুক হোসেন, মাস্তান হাফিজ, ৩ নং বালিপাড়া ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ বাবুল তালুকদার, উপজেলা ইমাম সমিতির সভাপতি আঃ জলিল হাওলাদার, উপজেলা ছাত্রদলের আহবায়ক আল আমিন হোসেন প্রমুখ।
এসময় তারা উপজেলায় সংগঠিত বিভিন্ন অপরাধমূলক সমস্যার কথা তুলে ধরেন এবং সেগুলো সমাধানের জন্য পুলিশ প্রশাসনকে বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ সাখাওয়াত বলেন, পুলিশের পাশাপাশি সচেতন নাগরিকদেরও অপরাধ প্রতিরোধে এগিয়ে আসতে হবে। পুলিশকে যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান তিনি। এক্ষেত্রে তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে বলেও জানায় এ পুলিশ কর্মকর্তা।
Leave a Reply