স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিনের নেতৃত্বে এসআই/ জায়েদ আব্দুল্লাহ বিন ছরওয়ার, এএসআই/গোলাম কিবরিয়া,ন এএসআই/ মোঃ জাকির হোসেন সঙ্গীয় ফোর্স সহ ইং ১৯ এপ্রিল রাত ০১:১০ ঘটিকার সময় চান্দগাঁও থানা কাপ্তাই রাস্তার মাথা এলাকায় অভিযান পরিচালনা করিয়া আসামী ১। মোঃ মেহেদী হাসান হৃদয় (২৪), পিতা-আবু সিদ্দিক, মাতা-ফেরদৌস আক্তার, সাং-আজিমপুর (অলি আহাম্মদের বাড়ী), ওয়ার্ড নং-০৫, ইউপি-কচুখাইন, থানা-পটিয়া, জেলা-চট্টগ্রাম, ২। এসএম সাব্বির (২২), পিতা-জাকির আহমেদ, মাতা-মিনু আক্তার, সাং-আজিমপুর (অলি আহাম্মদের বাড়ী), ওয়ার্ড নং-০৫, ইউপি-কচুখাইন, থানা-পটিয়া, জেলা-চট্টগ্রামদ্বয়কে ০১(এক) টি মোটর সাইকেল সহ গ্রেফতার করা হয়। এই সংক্রান্তে চান্দগাঁও থানার মামলা নং-২২, তারিখ-১৯/০৪/২০২৫ইং, ধারা-৪১৩ পেনাল কোড রুজু করা হয়েছে।
Leave a Reply