1. admin@somoybelanews.com : somoyadmin :
শনিবার, ২৪ মে ২০২৫, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
রূপগঞ্জ পূর্বাচলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু দিনাজপুরে আইনগত সহায়তা বিষয়ে সমন্বয় সভায় জেলা লিগ্যাল এইড অফিসার ফাতিমা খাতুন ফেনসিডিলসহ যুবক আটক রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক বন্ধ করে গণ অধিকার পরিষদের সমাবেশ, জনমনে ক্ষোভ চাঁপাইনবাবগঞ্জে দিনব্যাপী যুব কর্মসংস্থান ও আম রপ্তানি শীর্ষক সেমিনার শেরপুরে আস ছামিউল আলীম সেচ্ছাসেবক সংগঠনের অফিস শুভ উদ্ভোধন সভাপতি বাবু ও সাধারন সম্পাদক আওলাদ কাঞ্চন পৌর টেক্সটাইল মালিক সমিতির কমিটি গঠন বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনের সকল শহীদ এবং আহতদের দায়িত্ব নেবে রাষ্ট্র: রিজভী নড়াইলের লোহাগড়া বিয়ের দাবিতে প্রবাসীর বাড়িতে এক তরুণীর অনশন যশোরে দুর্ঘটনায় আহত অধ্যক্ষ শফিকে দেখতে হাসপাতালে সাবেক এমপি তৃপ্তি

ফিলিস্তিনের স্বাধীনতাকামী জণগণের প্রতি সংহতি জানিয়ে তুরষ্কে সুফিদের আন্তর্জাতিক সম্মেলন নির্যাতিত- নিপীড়িত মানবতার অধিকার আদায়ে সুফি ওলামা মাশায়েখদেরকে ময়দানে নেমে আসতে হবে বিএসপি চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমদ

  • প্রকাশিত: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

ফিলিস্তিনের স্বাধীনতাকামী জণগণের প্রতি সংহতি জানিয়ে সুফিদের একটি আন্তর্জাতিক সম্মেলন সম্প্রতি তুরষ্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত হয়েছে। তুরস্ক সরকারের সহযোগিতায় যুক্তরাজ্য ভিত্তিক ‘ইন্টারন্যাশনাল একাডেমী অব মডারেশন স্কলার্স’র আয়োজনে বিভিন্ন দেশের প্রায় শতাধিক সুফি এই সম্মেলনে অংশগ্রহণ করেন। সোমবার (১৪ এপ্রিল) থেকে শুরু হওয়া ৩দিনব্যাপী আন্তর্জাতিক সুফি সম্মেলন বুধবার (১৬ এপ্রিল) সম্পন্ন হয়েছে। এতে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন, চট্টগ্রামের ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবার শরীফের বর্তমান পীর, পার্লামেন্ট অব ওয়ার্ল্ড সুফিজ প্রেসিডেন্ট ও বাংলাদেশ সুপ্রিম পার্টি-বিএসপি’র চেয়ারম্যান হযরত শাহসুফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভাণ্ডারী মাদ্দাজিল্লুহুল আলী। সম্মেলনের সমাপনী দিবসে তিনি তাঁর বক্তব্যে বলেন, নির্যাতিত মুসলিম উম্মাহ্ ও বিশ্বের নিপীড়িত মানবতার অধিকার আদায়ে সুফিদের কে খানকাহ্ থেকে বেরিয়ে ময়দানে নেমে আসতে হবে। তিনি বলেন, সুফিদের আধ্যাত্মবাদের যেমন সোনালী ইতিহাস আছে, তেমনি দ্বীন, মানবতা ও স্বদেশ রক্ষায় তাঁদের লড়াই সংগ্রামের দৃষ্টান্তও রয়েছে। সত্যিকারের জিহাদ তখনই সম্ভব যখন সেই জিহাদে নেতৃত্ব দেবেন আধ্যাত্মিকতার আলোতে উদ্ভাসিত ঈমানী চেতনাধারী মুমিন সুফি-সাধকগণ। এছাড়া সবই ফিতনা ও জঙ্গিবাদে পরিণত হবে৷ যা কল্যাণের চাইতে অকল্যাণই বেশি ডেকে আনবে বলেও উল্লেখ করেন তিনি। বিএসপি চেয়ারম্যান বলেন, খাজা মুইনুদ্দিন চিশতি রাহ. এঁর আধ্যাত্মিক ছোঁয়ায় মুহাম্মদ ঘুরি ভারত বিজয় করেন। হজরত শাহজালাল রাহ. এঁর আধ্যাত্মিক ছোঁয়ায় হজরত সায়্যিদ নাসিরুদ্দিন সিপাহসালার রাহ. সিলেট বিজয় করেন। সুফি শায়খ সায়্যিদ আমির আব্দুল কাদির আল জাজায়েরি রাহ. আলজেরিয়াতে ফ্রান্সের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলেন। মরুভূমির সিংহ লিবিয়ার ওমরুল মুখতার সুনুসিয়া তরিকার মুরিদ ইটালির বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলেন৷ বৃটিশ পিরিয়ডে পীর ফকিররা জায়গায় জায়গায় বৃটিশ বিরোধী আন্দোলন গড়ে তুলেন এই উপমহাদেশে৷ ইমাম শামিল নকশেবন্দী রাহ. দাগেস্তানে রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেন। বায়তুল মুকাদ্দাস বিজয়ী বীর সালাহুদ্দিন আইয়্যুবি রাহ. নিজে এবং তাঁর সৈন্যবাহিনীর অধিকাংশ ইমাম গাজ্জালী রাহ. এঁর দর্শনে উদ্বুদ্ধ ছিলেন এবং সরাসরি হজরত সায়্যিদ মুহিউদ্দিন আব্দুল কাদির জিলানি রাহ. এঁর মুরিদ ছিলেন। যুগে যুগে জালেমদের বিরুদ্ধে সুফিদের এসব ইতিহাস তাসাউফ ও তরিকার অনুসারীদের কে সংগ্রামের অনুপ্রেরণা যোগাবে। তিনি আরোও বলেন, গাজায় বোমা হামলার ঘটনা শুধু মানবাধিকার লঙ্ঘনই নয়, এটি আন্তর্জাতিক আইন এবং মানবতার প্রতি চরম অবজ্ঞা। যুদ্ধবিরতি কার্যকরের পরও ইসরায়েল গাজায় একের পর এক নির্মম বর্বরতা চালাচ্ছে। তাদের মদদ দিচ্ছে মানবতার বুলি আওড়ানো জাতিসংঘ ও আমেরিকা। সেখানে নিরপরাধ নিষ্পাপ শিশুদের ওপর যে বর্বরতা চালানো হচ্ছে, তা চরম মানবাধিকারের লঙ্ঘন। তিনি বলেন, বিশ্বের এমন কোনো যুদ্ধ আইন নেই, যে আইনে গণহত্যা করা বৈধ। আমরা দেখছি, মানবতার ধোঁয়া ওড়ানো বিশ্ব মোড়লরা নিশ্চুপ। মসজিদুল আকসা এবং ফিলিস্তিনকে রক্ষা করার জন্য ওআইসি গঠন করা হয়েছিল। কিন্তু তারাও আজ নির্জীব। ফিলিস্তিনের সার্বভৌমত্ব নিশ্চিত করতে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে সম্মেলনে উপস্থিত সুফি নেতৃবৃন্দের উদ্দেশ্যে সৈয়দ সাইফুদ্দীন আহমদ বলেন, আর বসে থাকার সময় নেই, নির্যাতিত মুসলিম উম্মাহ্ ও বিশ্বের নিপীড়িত মানবতার অধিকার আদায়ে সুফিদের কে খানকাহ্ থেকে বেরিয়ে ময়দানে নেমে আসতে হবে।

‘ইন্টারন্যাশনাল একাডেমী অব মডারেশন স্কলার্স’র সাধারণ সম্পাদক মুফতি ড. শেখ আজজান আল হাদিদ আল হোসাইনীর সভাপতিত্বে ইস্তাম্বুলের মুফতি ড. মোহাম্মাদ আহমদ আলী ওগুলু, সৌদিআরব মদিনার শেখ ড. মোহাম্মাদ আহমাদ আল আরাফাজ, মরক্কোর শেখ আলী বিন ইদ্রিসে, ইউক্রেনের মুফতি ড. শেখ আহমেদ তামিম, ইরাকের কুর্দিসতানের মুফতি ড. শেখ হাসান, আমেরিকার কেলিফোরনীয়ার মূফতি ড. শেখ বিল্লাল, তিউনিসিয়ার ড. শেখ বদরি আল মাদানী, ডেনমার্ক এর শেখ মালিক জহুর হোসেন, ইরাক শেখ কারী আব্দুল্লাহ সেলিম আগা, ইরাকের শেখ সাইয়েদ মোহাম্মাদ, ইরাকের মূফতি ড. শেখ আনাছ মাহমুদ,অস্ট্রেলিয়া সিডনি মূফতি ড. শেখ আব্দুল্লাহ নাসের শামসিন,জর্ডানের মূফতি ড. সাফওয়ান মোহাম্মাদ, জর্দানের ড. মোহাম্মাদ আলাইকুম, জর্ডানের জ. শেখ আল জুহানী, জার্মানি ড. আবদুল্লাহ মোহাম্মাদ, সেনেগাল এর ড. মোরতুদা বোউছু, মৌরতানিয়া ড. শেখ সিঁড়ি মোহাম্মাদ বালাহি, আলজেরিয়ার মূফতি শেখ নাসের বনিফ আল ইদ্রিসি আল হোসাইনী, আলজেরিয়ার শেখ ড. ইউনুস ইব্রাহিম, লিবিয়ার শেখ নাইজারআবু জাইদ, শেখ ইসমাইল আসিফ হামা, সোমালিয়ার ড.আবদুল রশিদ , প্রেসিডেন্ট দারুল উলুম ইউনিভার্সিটি, সোমালিয়ার ড. মোহাম্মাদ বালাওহি, তুরস্কের ওয়াকফের কর্মকর্তা, একাডেমির ডাইরেক্টরবৃন্দসহ সম্মলনে অনেকেই বক্তব্য প্রদান করেন।

উল্লেখ্য যে, তুরষ্কের ‘ইন্টারন্যাশনাল একাডেমী অব মডারেশন স্কলার্স’ এর আমন্ত্রণে বিএসপি চেয়ারম্যান হযরত শাহসুফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী তুরস্ক সফররত আছেন। রবিবার (১৩ এপ্রিল) রাতে ৩ সদস্যের প্রতিনিধি দল নিয়ে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। ১০ দিনব্যাপী তুরষ্ক সফর সম্পন্ন করে সেখান থেকে তিনি আগামী ২১ এপ্রিল ৪দিনের সফরে সৌদি আরবে গমন করবেন। তুরস্ক ও সৌদি প্রায় দুই সপ্তাহের এই সফরে তিনি আন্তর্জাতিক সুফি সম্মেলন ছাড়াও বিভিন্ন দর্শনীয় স্থান, সুফি সাধকদের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক স্থাপনাগুলো পরিদর্শন ও বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। তুরষ্ক ও সৌদির ১৪ দিনের সফর শেষ করে আগামী ২৬ এপ্রিল দেশে ফিরবেন সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

© All rights reserved © 2024

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি