1. admin@somoybelanews.com : somoyadmin :
শনিবার, ২৪ মে ২০২৫, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
রূপগঞ্জ পূর্বাচলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু দিনাজপুরে আইনগত সহায়তা বিষয়ে সমন্বয় সভায় জেলা লিগ্যাল এইড অফিসার ফাতিমা খাতুন ফেনসিডিলসহ যুবক আটক রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক বন্ধ করে গণ অধিকার পরিষদের সমাবেশ, জনমনে ক্ষোভ চাঁপাইনবাবগঞ্জে দিনব্যাপী যুব কর্মসংস্থান ও আম রপ্তানি শীর্ষক সেমিনার শেরপুরে আস ছামিউল আলীম সেচ্ছাসেবক সংগঠনের অফিস শুভ উদ্ভোধন সভাপতি বাবু ও সাধারন সম্পাদক আওলাদ কাঞ্চন পৌর টেক্সটাইল মালিক সমিতির কমিটি গঠন বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনের সকল শহীদ এবং আহতদের দায়িত্ব নেবে রাষ্ট্র: রিজভী নড়াইলের লোহাগড়া বিয়ের দাবিতে প্রবাসীর বাড়িতে এক তরুণীর অনশন যশোরে দুর্ঘটনায় আহত অধ্যক্ষ শফিকে দেখতে হাসপাতালে সাবেক এমপি তৃপ্তি

চট্টগ্রাম প্রেসক্লাব ভবনে আপত্তিকর ব্যানার টাঙানোয় সিইউজের নিন্দা

  • প্রকাশিত: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

চট্টগ্রাম প্রেসক্লাব ভবনে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভর নাম ও ছবি ব্যবহার করে ব্যানার টাঙানোর ঘটনায় গভীর ক্ষোভ নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি। একই সঙ্গে দ্রুত ব্যানার অপসারণ করে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে এই দাবি জানান সিইউজের নির্বাহী কমিটির নেতৃবৃন্দ।

বিবৃতিতে বলা হয়, চট্টগ্রামের সাংবাদিকদের উদ্ভূত সমস্যার সমাধানে মূল বিষয়কে এড়িয়ে সাংবাদিকদের নাম ও ছবি ব্যবহার করে খোদ প্রেসক্লাব ভবনেই ব্যানার টাঙানো অশালীন, অমানবিক ও ন্যায়বিচার পরিপন্থী।’

এতে বলা হয়, অতি সম্প্রতি চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের কাছে চট্টগ্রামের ৯৯ শতাংশ পেশাজীবী সাংবাদিকের স্বার্থে চট্টগ্রামের সবচেয়ে বৃহৎ ও প্রাচীন সংগঠন ‘সিইউজের কার্যালয় তালামুক্ত করে স্বাভাবিক কার্যক্রম নিশ্চিতের দাবিতে সিইউজে একটি স্মারকলিপি প্রদান করে। সৌহার্দ্যপূর্ণ ফলপ্রসু আলোচনায় স্মারকলিপি গ্রহণ করে জেলা প্রশাসক উদ্ভূত পরিস্থিতি নিরসনে দ্রুত উদ্যোগ গ্রহণে আশ্বস্ত করেন।

এরপর থেকেই মহল বিশেষ সিইউজে নেতৃবৃন্দের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে নানা অপপ্রচার শুরু করেছেন। স্মারকলিপিটি প্রদানের দুদিনের মাথায় প্রথমে সিইউজে সভাপতি ও সাধারণ সম্পাদকের ছবি ও নাম উল্লেখ করে এবং পরবর্তীতে ব্যানার পাল্টিয়ে শুধুমাত্র সভাপতির নাম ছবি উল্লেখ করে পরপর দুটি আপত্তিকর ব্যানার সাঁটানো হয়।

সাংবাদিকদের নাম ও ছবি ব্যবহার করে চট্টগ্রাম প্রেসক্লাব ভবনে এ রকম ব্যানার টাঙানোতে জড়িতরা অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে বলে আমরা মনে করি। একই সাথে ষড়যন্ত্রকারীরা সাংবাদিকদের ঐক্য বিনষ্টেরও ষড়যন্ত্র করছে। এ ধরনের ঘটনা মত প্রকাশের স্বাধীনতার প্রতি সরকারের অঙ্গীকারকেও প্রশ্নবিদ্ধ করছে। সাংবাদিকদের সম্মান ও মর্যাদাকে অবজ্ঞা করা হচ্ছে।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, অতীতের যে কোনো সময়ের কালো দিনগুলোয় জাতি ফিরতে চায় না। প্রেস ক্লাবের মতো ভবনে সাংবাদিকদের নাম ও ছবি ব্যবহার করে ব্যনার টাঙানো মুক্ত সাংবাদিকতা ও সংবাদপত্রের প্রতি হুমকি। কারা এ ধরনের বিদ্বেষমূলক কাজ করছেন এবং কেন করছেন তা চট্টগ্রামের সচেতন সাংবাদিকরা অবগত।

প্রশাসনসহ দায়িত্বশীল রাজনীতিবিদগণের এ ব্যাপারে সচেতন ভূমিকা রাখা প্রয়োজন। সাংবাদিকদের বিরুদ্ধে দেওয়া এই ধরনের উদ্দেশ্যপ্রণোদিত অরুচিকর ব্যনার দ্রুত অপসারণ করে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সরকারকে আন্তরিকভাবে অনুরোধ করেছেন সিইউজে নেতৃবৃন্দ,যাতে করে অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুত স্বাধীনতার যে পরিবেশ তৈরির জন্য প্রচেষ্টা, তা আরও ফলপ্রসূ হয়।

অন্তর্বর্তী সরকার দ্রুত এ বিষয়ে সুবিবেচনামূলক পদক্ষেপ গ্রহণ করবে বলে আশা করে সিইউজে। গণমাধ্যম, সাংবাদিক এবং সাংবাদিকদের অধিকারের স্বার্থে তাদের নির্বাচিত প্রতিনিধিদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বলেও বিবৃতিতে উল্লেখ করে সিইউজে।

যুক্তবিবৃতি দাতারা হলেন- সিইউজের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক সুপ্রভাত বাংলাদেশের সিনিয়র সহ-সম্পাদক স.ম ইব্রাহিম, সহ-সভাপতি ও দৈনিক কালবেলার চট্টগ্রামের ব্যুরো চীফ সাইদুল ইসলাম, যুগ্ম সম্পাদক ও দৈনিক আজকের পত্রিকার সিনিয়র প্রতিবেদক ওমর ফারুক, অর্থ সম্পাদক ও বাংলানিউজ২৪.কমের সিনিয়র ফটো করেসপন্ডেন্ট সোহেল সরোয়ার, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক প্রতিদিনের বাংলাদেশের চট্টগ্রাম ব্যুরো ইনচার্জ সুবল বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও বাংলানিউজ২৪.কমের স্টাফ করেসপন্ডেন্ট মিনহাজুল ইসলাম, নির্বাহী সদস্য ও ডেইলি নিউজ টাইমসের ব্যুরো প্রধান আহসান হাবিবুল আলম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

© All rights reserved © 2024

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি