মো. রাসেল শেখ, নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইলের কালিয়ায় ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মুন্সি মানিক মিয়া ডিগ্রি কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনায় নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইচ চ্যান্সেলর মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত এক চিঠিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কলেজের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম সচল রাখার লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুমোদনে এই কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মুন্সী জাহিদুল রহমান, তিনি খাশিয়াল ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও কালিয়া উপজেলার সাবেক সফল চেয়ারম্যান দানবীর মুন্সী লাল মিয়ার সন্তান। জাহিদুল রহমান নিজেই এই কলেজের প্রভাষক হিসেবে চাকরিরত ছিলেন। বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মৃণাল কান্তি বিশ্বাস। জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত আদেশপত্রে এই কমিটির অনুমোদন ১৫ এপ্রিল ২০২৫ তারিখে প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই অ্যাডহক কমিটি বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত নীতিমালা অনুযায়ী নির্দিষ্ট সময়ের জন্য কলেজ পরিচালনার দায়িত্ব পালন করবে। নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে। অনেকে আশাবাদী, নতুন নেতৃত্বে কলেজের একাডেমিক পরিবেশ আরও উন্নত হবে।
Leave a Reply