অথই নূরুল আমিন কবি কলামিষ্ট ও রাষ্ট্র বিজ্ঞানী
নারায়ণগঞ্জের সেলিনা হায়াৎ আইভী। এই নামটি দেশে বিদেশে একটি সম্মান ও শ্রদ্ধার এক নাম। বিশেষ বাংলাদেশে গত পনেরো বছরে। সেলিনা হায়াৎ আইভীর মতো অনেকেই দলীয় সিদ্ধান্তে কেউ এমপি কেউ মন্ত্রী উপজেলা চেয়ারম্যান হয়েছেন। কিন্তু অনেকেই নিজেকে ধরে রাখতে পারেননি।
ক্ষমতা পাওয়ার পর কেউ মাদক কেউ দেহ ব্যবসা কেউ অবৈধভাবে অর্থ লোপাট সহ সমাজের বিভিন্ন নিকৃষ্ট কাজে জড়িয়ে পড়েছিলেন। যা খুবই দুঃখজনক।
অথচ আওয়ামী লীগের আজকে সবচেয়ে বড় দুর্দিন যাচ্ছে। এই দুর্দিনে সমগ্র বাংলাদেশে আওয়ামী লীগের নারী নেতৃত্বের মধ্যে এখনো দেশের মানুষ আইভীকে নিয়ে গর্ব করছেন।
এদিকে শামীম ওসমান নারায়ণগঞ্জ এলাকায় সবচেয়ে একজন বেয়াদব। তার বেয়াদবির মাত্রা শুধু বিরোধী দল নিয়ে রয়েছে। তা কিন্তু নয়। সে সেলিনা হায়াৎ আইভীর সাথেও গত পনেরো বছর ধরে বেয়াদবি করে আসছে। একদম একটি পাগলা কুকুর যেমন করে। ঠিক তেমনি ভাবে এই আইভীর সাথে শামীম ওসমান তার প্রতিটা কাজে ছিল বিরোধী।
এদিকে আইভী সেই তার প্রথম মেয়র হওয়া থেকে চলমান পযর্ন্ত যথেষ্ট সূনাম কুড়িয়েছেন। এই হিসাবে প্রধানমন্ত্রীর পযর্ন্ত থেকে কিন্তু তাকে কোনো রকম উৎসাহ বা কোনো জাতীয় পুরস্কার দেয়া হয়না।
বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা নামটি হলো একটি জান্তা স্বৈরশাসক। সে কোনো গুণের কখনও কদর করে না। তার কথা হলো। কর্মীদের মধ্যে দিন শেষে যে ঠিকে থাকবে সে আমার কর্মী। কিন্তু হাসিনা নিজ থেকে কোনো কর্মী নেতাকে সে মূল্যায়ন করে না। ঠিকে থাকলে তার। মরে গেলে হালার। এই চরিত্র নিয়ে রাজনীতি করে লক্ষ লক্ষ নেতাকর্মী আজ পথে বসেছে।
আজকের লেখাটি শেষ করার পূর্বে জাগ্রত এক মহা মানবতার নারী সেলিনা হায়াৎ আইভীকে স্যালুট।
Leave a Reply