স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক আজ এক বিবৃতিতে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের বাড়িতে নারকীয় অগ্নিসংযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বিবৃতিতে জাহাঙ্গীর কবির নানক বলেন, বর্তমান ফ্যাসিস্ট ইউনূস সরকার পরিকল্পিতভাবে ঘৃণা উৎপাদন করে আমাদের সামাজিক ঐক্য ও সংহতি বিনষ্ট করে চলেছে। রাজনৈতিক মতাদর্শের কারণে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি ও প্রগতিশীল চেতনার রাজনীতির ধারক ও বাহকদের দমন-পীড়ন চালিয়ে তাদেরকে নির্মূলের পাঁয়তারা করছে। একদিকে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বাংলাদেশ আওয়ামী লীগসহ অন্যান্য দলের নেতাকর্মীদের অত্যাচার ও নির্যাতন চালাচ্ছে। অন্যদিকে উগ্র-সাম্প্রদায়িক স্বাধীনতাবিরোধী ও প্রগতিবিরোধী শক্তিকে প্রত্যক্ষভাবে আশ্রয়-প্রশ্রয় দিয়ে তাদেরকে আওয়ামী লীগের নেতাকর্মীদের পেছনে লেলিয়ে দিচ্ছে। তারই ধারাবাহিকতায় গতরাতে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের বাড়িতে সুনির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের দুর্বৃত্তরা অগ্নিসন্ত্রাস চালায়। এই অগ্নিসন্ত্রাসের কারণে সাদ্দাম হোসেনের পুরো পরিবার ভীত-সন্ত্রস্ত হয়ে পড়ে। সেখানে সাদ্দাম হোসেনের শয্যাশায়ী বাবা ও পরিবারের শিশুসহ অন্যদের জীবন অল্পের কারণে রক্ষা পায়। ফ্যাসিস্ট ইউনূস সরকারের প্রত্যক্ষ মদদে দেশবিরোধী ও মানবতাবিরোধী শক্তির এই ন্যাক্কারজনক তৎপরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
বিবৃতিতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, রাজনৈতিক নেতাকর্মীদের নীতি-আদর্শ প্রতিষ্ঠা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই-সংগ্রাম করতে হয়, দানবের রক্তচক্ষুকে উপেক্ষা করতে হয়। সে কারণে তাদের ত্যাগ স্বীকার করতে হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের কর্মীরা তাতে পরোয়া করে না। কিন্তু আমরা জাতির কাছে আজ প্রশ্ন রাখতে চাই, ফ্যাসিস্ট ইউনূস গং আজ আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমিকে কোন দিকে নিয়ে যাচ্ছে? যেখানে রাজনৈতিক নেতাকর্মীদের পরিবারের সদস্যদের জীবন সঙ্কটাপন্ন। মতাদর্শের কারণে রাজনৈতিক নেতাকর্মী ও তাদের পরিবারের সদস্যদের নাগরিক অধিকার তো দূরের কথা, বেঁচে থাকার অধিকারও কেড়ে নেওয়া হচ্ছে। অবৈধ দখলদার ফ্যাসিস্ট ইউনূস গংয়ের মদদে হওয়া এ সকল দানবীয় কর্মকাণ্ডের বিচার জনতার আদালতে ছেড়ে দিলাম। আমরা বিশ্বাস করি, জনগণের অবিভাজ্য মানবিক বিবেক হত হতে হতে এক সময় এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। জনগণের সম্মিলিত অনুভূতি পরাহত হওয়ার নয়। অদূর ভবিষ্যতে ফ্যাসিস্ট ইউনূস ও তার দোসরদের জনতার আদালতে বিচারের মুখোমুখি হতে হবে, ইনশাল্লাহ।
জয় বাংলা
জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক
বাংলাদেশ আওয়ামী লীগের
প্রেস বিজ্ঞপ্তি
তারিখ: ১৫ এপ্রিল ২০২৫
Leave a Reply