স্টাফ রিপোটার, বাড্ডা:
ইসরাইল ফিলিস্তিন ইস্যুটি অতি পুরোনো হলেও দিন দিন এর বরবরতা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এ বিষয়ে জাতিসংঘের কোন কার্য করি হস্তক্ষেপ না থাকায় ইসরাইল এখন ফিলিস্তিন রাস্ট্রকে নিশ্চিহ্ন করার চেষ্টা করছে। তাই সারা বিশ্বের সকল মানুষ তা বিরোধিতায় আজকে The World Stop For Gaza পালন করছে। তার সাথে ব্র্যাক ইউনিভার্সিটি সকল ছাত্র-ছাত্রীবৃন্দ তাদের দৈনিক ক্লাস ও তাদের সেমিস্টার বাতিল করে এবং তারা The World Stop For Gaza সাথে একাগ্রতা প্রকাশ করে। তারা নিতানিয়াহুর শাস্তি দাবি করে এবং জাতিসংঘের কার্যকর হস্তক্ষেপ আশা করছে। তাদের দাবি ইসরাইল যেরকম মানবাধিকার লংঘন করছে তা সারা বিশ্বের জন্য কলঙ্কজনক। খুব দ্রুত গাজা বাসীদের তাদের নিজস্ব বাসস্থান কে ফিরিয়ে দিয়ে দিতে হবে এবং এ গণহত্যার বিচার করতে হবে । আর যদি এখন হত্যার বিচার ও গাজাবাসি তাদের নিজস্ব বাসস্থান ফিরে না পায় তাহলে এটা মানবাধিকারের জবাবদিহি জাতিসংঘকে দিতে হবে। । তাই তারা আহ্বান জানিয়েছে জাতিসংঘ যাতে এটা সুস্থ তদন্তের মাধ্যমে এই গণহত্যা বন্ধ করে এবং নিতানিয়াহুকে শাস্তির আওতায় আনে। পরবর্তীতে তারা তাদের নিজ ক্যাম্পাস হতে মধ্য বাড্ডা ইউ লুপ প্রদক্ষিণ করে আবার নিজ ক্যাম্পাসের সামনে অবস্থান করে।
Leave a Reply