রফিকুল ইসলাম তুষার:
পাবনার সুজানগরে গতকাল ৪ এপ্রিল ২০২৫ শুক্রবার আনুমানিক বিকেল চারটার দিকে সাতবাড়িয়া কাঞ্চন পার্ক পয়েন্ট এলাকায় পদ্মা নদীতে নৌকাডুবিতে দুইজন নিখোঁজ হয়। জানা যায় পদ্মা নদীতে নৌকায় ঘুরতে যায় হৃদয় ও তার স্ত্রী মৌ আক্তার পরে নৌকাটি ডুবে গেলে স্বামী স্ত্রী দুজন নিখোঁজ হয়ে যায়, নিখোঁজ হওয়ার পর থেকে উদ্ধার কাজ শুরু করে, সুজানগর থানা পুলিশ, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস। পরে আজ শনিবার সকাল ১০টার দিকে, হৃদয় ও তার স্ত্রী দুজনের লাশ উদ্ধার করেন । জানা যায় তার বাড়ি পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের কোলচরি গ্রামের সরদারপাড়া। হৃদয় সুজানগর tecno মোবাইল সেন্টারে চাকরি করতেন।
Leave a Reply