1. admin@somoybelanews.com : somoyadmin :
শনিবার, ২৪ মে ২০২৫, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক বন্ধ করে গণ অধিকার পরিষদের সমাবেশ, জনমনে ক্ষোভ চাঁপাইনবাবগঞ্জে দিনব্যাপী যুব কর্মসংস্থান ও আম রপ্তানি শীর্ষক সেমিনার শেরপুরে আস ছামিউল আলীম সেচ্ছাসেবক সংগঠনের অফিস শুভ উদ্ভোধন সভাপতি বাবু ও সাধারন সম্পাদক আওলাদ কাঞ্চন পৌর টেক্সটাইল মালিক সমিতির কমিটি গঠন বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনের সকল শহীদ এবং আহতদের দায়িত্ব নেবে রাষ্ট্র: রিজভী নড়াইলের লোহাগড়া বিয়ের দাবিতে প্রবাসীর বাড়িতে এক তরুণীর অনশন যশোরে দুর্ঘটনায় আহত অধ্যক্ষ শফিকে দেখতে হাসপাতালে সাবেক এমপি তৃপ্তি নড়াইলের নড়াগাতীতে ৪ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার ওসমানীনগরে অধিগ্রহণ জটিলতায় ধীরগতিতে সিলেট-ঢাকা মহাসড়কের ছয় লেনের কাজ ১২০৫ লিটার চোলাই মদ সহ ০২ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধূলার বিকল্প নেই”- যুগ্ম সম্পাদক,বেনাপোল পৌর বিএনপি

  • প্রকাশিত: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ৪৮ বার পড়া হয়েছে

মনির হোসেন বেনাপোল,

বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)’র প্রতিষ্ঠাতা মরহুম শহীদ জিয়াউর রহমান স্মরণে যশোর জেলার শার্শা উপজেলার বেনাপোল থানাধীন রঘুনাথপুরে এক মনোমুগ্ধকর ভলিবল টুর্ণামেন্ট-২০২৫ অনুষ্ঠিত হয়।

শুক্রবার(৪ এপ্রিল) রঘুনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিকাল ৪ টায় অনুষ্ঠিত “রঘুনাথপুর স্পোর্টিং ক্লাব” কর্তৃক আয়োজিত নক আউট পদ্ধতিতে খেলার সভাপতিত্ব করেন মো.বেলায়েত হোসেন(সভাপতি,০১ নং ওয়ার্ড বিএনপি)। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো.মফিজুর রহমান মফিজ(সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক,যশোর জেলা যুবদল ও যুগ্ম-সাধারণ সম্পাদক,বেনাপোল পৌর বিএনপি)।

অনুষ্ঠানে বিশেষ অতিথিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন-
বাহাদুরপুর ইউনিয়ন বিএনপি’র সদস্য- মো.আসাদুজ্জামান আসাদ,রঘুনাথপুর ০১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক-মো.আবু তাহের,বিশিষ্ঠ ব্যবসায়ী-মো.সাইফুর রহমান,বিশিষ্ঠ ব্যবসায়ী-মো.সজিবুর রহমান ও প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক বজলুর রহমান।

এ ছাড়াও স্থানীয় বিএনপি’র বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ টুর্ণামেন্টের ঐ অনুষ্ঠানে অংশ নিয়ে দিবা-রাত্রের খেলাটি উপভোগ করেন।

 

খেলায় মোট ৪টি দল অংশ নেন-
১। আলহাজ্ব নুরুজ্জামান লিটন ভলিবল দল, বেনাপোল-
২। সাতক্ষীরা জেলা ভলিবল-
৩। ইমদা ভবিবল দল (রাহাত ট্রেডার্স)।
৪। আলোর প্রদ্বীপ স্বেচ্ছাসেবী সংগঠন,ঘীবা- ।

খেলায় ১ম পুরস্কার হিসেবে রাখা হয় নগদ ৫০.০০০/-(পঞ্চাশ হাজার টাকা) এবং ২য় পুরস্কার হিসেবে রাখা হয় নগদ ৩০.০০০/-(ত্রিশ হাজার টাকা)।
এ ছাড়াও অন্যান্য পুরস্কার প্রদান করা হয়।

খেলার সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন-মো. ইয়ারব আলী(দপ্তর সম্পাদক,০১ নং ওয়ার্ড বিএনপি)।
দিবা-রাত্রের ঐ খেলায় সাউন্ড এবং লাইটিং এ অংশ নেন- বেনাপোল সাউন্ড ও লাইটিং হাউজ,বাহাদুরপুর রোড।

খেলাটি উপভোগ করার জন্য শত শত মানুষের ঢল নামে ঐ স্কুল মাঠে।

খেলায় রেফারীর দায়িত্ব পালণ করেন-আনিছুর রহমান আনিছ ও মাহবুব আলম এবং ধারা বর্ণনায় ছিলেন-মো.নজরুল ইসলাম(সাংবাদিক,যশোর) ও শাকিল ভাই।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান অতিথি মফিজুর রহমান মফিজ বলেন-“মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধূলার বিকল্প নেই”।
তরুণ সমাজকে খেলাধুলায় এগিয়ে নিয়ে আসতে হবে।
শহীদ জিয়া ও জুলাই-আগস্টের স্মৃতি বুকে ধারণ করে দুর্নীতিমুক্ত সমৃদ্ধশালী নতুন বাংলাদেশ গড়ে তুলতে যুবসমাজকে এগিয়ে আসতে হবে। আর এক প্রশ্নের জবাবে তিনি বলেন,দেশনায়ক তারেক রহমানের ৩১ দফায় দেশ সংস্কার, সমাজ সংস্কার, রাষ্ট্র সংস্কারসহ সব সমস্যার সমাধান হবে বলে তিনি উল্লেখ করেন।

বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মরণে এতো সুন্দর একটি ভলিবল টুর্নামেন্ট আয়োজন করায় “রঘুনাথপুর স্পোর্টিং ক্লাব” কে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন জানান”।

পরে রাত ১১টার দিকে দিবা-রাত্রি’র এই ভলিবল টুর্ণামেন্টের খেলায় চ্যাম্পিয়ন অর্জন করে ইমদা ভলিবল দল(রাহাত ট্রেডার্স) এবং রানার আপ হয় নুরুজ্জামান ভলিবল দল। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মফিজুর রহমান।#

প্রেরক:-
মো,মনির হোসেন বেনাপোল যশোর।
তারিখ:-০৫/০৪/২০২৫
মোবা:-০১৮৩৫ ০১৯৪৩১

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

© All rights reserved © 2024

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি