মোঃআসাদুজ্জামান নুর /
গাজীপুরের কালীগঞ্জে সুস্থ সংস্কৃতি সমাজ বদলের হাতিয়ার এই ¯েøাগানে মরহুম অধ্যাপক ইউসুব আলী, আ ন ম নাজাতুল্লাহ ও মরহুম কবি আসাদ বিন হাফিজ স্মরণে ঈদ পূর্নমিলনী ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ এপ্রিল) বাদ আছর হতে উপজেলার জামালপুর ইউনিয়নের চুপাইর উচ্চ বিদ্যালয় মাঠে কালীগঞ্জ সাহিত্য সংস্কৃতিক সংসদের আয়োজনে ও ন্যান্স হোল্ডিং লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক শেখ মো. মনজুরুল হকের পৃষ্ঠপোষকতায় ঈদ পূর্নমিলনী ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা আমীর মাওলানা মোহাম্মদ মাহমুদুল হাসান। অনুষ্ঠানের উদ্বোধন করেন মরহুম অধ্যাপক ইউসুব আলী’র পুত্র বিশিষ্ট সমাজ সেবক নেছার উদ্দিন মাসুদ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক এডভোকেট তাজুল ইসলাম এর পরিচালণায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগর সায়েবে আমীর মো. খাইরুল হাসান।
বিশেষ অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলা আইন বিষয়ক সম্পাদক মো. মোখলেছুর রহমান খান, পুবাইল থানা আমীর মো. আশরাফ আলী কাজল, উপজেলা নায়েবে আমীর আফতাব উদ্দিন ও মাওলানা বদিউজ্জামান।
বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংগীত কেন্দ্রের সভাপতি বিশিষ্ট গীতিকার, সুরকার ও শিল্পী তোফায়েল হোসাইন খান ও সাইমুম শিল্পীগোষ্ঠীর সাবেক নির্বাহী পরিচালক আব্দুলাহ আল নোমান। সাংস্কৃতিক পরিবেশনায় ছিলেন রঙ্গন সাংস্কৃতিক সংসদ ও কালীগঞ্জ সাহিত্য সংস্কৃতিক সংসদ ইসলামিক সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর কর্র্মী ও সমর্থক, সঙ্গীত প্রিয় শত শত নারী পুরুষ উপস্থিত হয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
Leave a Reply