মোঃআসাদুজ্জামান নুর :
গাজীপুরের কালীগঞ্জে হা-মীম গ্রপের সুইং বিভাগের এক নারী (৩০) কর্মীকে যৌন নির্যাতনের চেষ্টার ঘটনায় মামুন মিয়া (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার তুমলিয়া ইউনিয়নের পাড়ারটেক এলাকার আনারুল মিয়ার ছেলে মামুন মিয়া দীর্ঘদিন ধরে হা-মীম গ্রæপের সুইং বিভাগে কর্মরত ভুক্তভোগী নারীকে কু-প্রস্তাব দিয়ে আসছিল। বিভিন্ন সময়ে ভুক্তভোগীর বাড়ির আশেপাশে এসে ও রাস্তা-ঘাটে অশ্লীল কথাবার্তা এবং অঙ্গভঙ্গি করতো। তার কু-প্রস্তাবে রাজি না হওয়ায় সুযোগ পেলে বড় ধরণের ক্ষতি করার হুমকিও দিয়েছিল। শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে ভুক্তভোগী ঘর থেকে বের হয়ে বাথরুমে যাওয়ার সময় মামুন মিয়া তাকে মুখ চেপে ধরে ধস্তাধস্তি শুরু করেন। এক পর্যায়ে যৌন কামনা চরিতার্থ করার জন্য শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাতাহাতি করতে থাকেন। সে সময় ভুক্তভোগীর ডাক-চিৎকারে আশপাশের লোকজন আসলে মামুন পালিয়ে যান। পরে ভুক্তভোগী নারী বাদী হয়ে শুক্রবার দিবাগত মধ্যরাতে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইনের ১০ ধারায় ১৪(৩)২৫ নং মামলা দায়ের করেন। পরে পুলিশ তাকে গ্রেফতার করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেফতার মামুন মিয়া রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে। দুই বছর আগে পার্শ্ববর্তী দাউদপুর ইউনিয়নের মাধবপুরের এক তরুণীর সঙ্গেও একই ধরনের ঘটনা ঘটিয়েছিল। পরবর্তীতে তার বিরুদ্ধে মামলা হলে তাকে পুলিশ গ্রেফতার করে আদালতে পাঠায়। বর্তমানে সে ঐ মামলায় জামিনে রয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, গ্রেফতার মামুন মিয়াকে আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply