বিশেষ প্রতিবেদন :
নারায়ণগঞ্জ রুপগঞ্জের অবস্থিত পূর্বাচল ক্লাবের মেসিয়ার বিডি সোহেল কোটি টাকা/বিলাস বহুল বাড়ি গাড়ির মালিক।
বিডি সোহেল রানা, পিতা, মৃত রফি মেম্বার,ভোলানাথপুর রুপগঞ্জ, নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা।
একটি সূত্র জানায় বিগত তিন,চার বছর আগেও বিডি সোহেল ইছাপুরা বাজারে একটি ফ্রেক্সিলোডের দোকান ছিল। ২০১৮ সালে মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলার মাধ্যেমে পূর্বাচল ক্লাবে মেসিয়ারের চাকুরী পায়। সেই থেকে ভাইস চেয়ারম্যানের যত কুকীর্তি ও ক্লাবের মেম্বারদের ট্রেপে ফেলে হাতিয়ে নিতো লক্ষ্য লক্ষ্য টাকা।
বিডি সোহেল নিজের পিত্রালয় ঘরবাড়ি না করে শশুরবাড়ি নিজ স্ত্রীর নামে জমি কিনে বিলাস বহুল বাড়ি তৈরি করেছেন।
রাজউকের কর্মকর্তাদের চাটুকারিতা করে পূর্বাচলে তিন কাঠা প্লট হাতিয়ে নিতে চেয়েছিল বিডি সোহেল পরে ঐ প্লট বাতিল বলে গন্য হয়। বিডি সোহেল চাটুকারিতার করে সাবেক এম পি গোলাম দস্তগীর গাজী’র রিকমান্ট নিয়ে আবার রাজউক কতৃপক্ষের কাছে ১৫ নং সেক্টরে প্লটের জন্য আবেদন করেন যা কিনা এখন ও রাজউক ভবন ফাইলে বিদ্যামান। পূর্বাচলে অবস্থানরত বিএনপি নামধারী মোমেন মিয়া ওরফে গিটু মোমেন বর্তমানে বিডি সোহেলকে সেল্টার দিচ্ছে। বিএনপিতে যোগদানের কথা বলে
বর্তমানে বিডি সোহেলকে নিয়ে মোমেন মিয়া ওরফে গিটু মোমেন কলকাতা (ইন্ডিয়া) অবস্থান করছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে দেশে ফিরবেন বলে জানা গেছে।
Leave a Reply