নিজস্ব প্রতিবেদক
সিদ্ধিরগঞ্জে দীর্ঘদিন ধরে ক্ষমতাসীন দল
আওয়ামী লীগের প্রভাবশালী এক নেতার কর্মী হয়ে রাজনীতি করলেও বর্তমানে বিএনপি নেতাদের ছত্রছায়ায় সেই যুবলীগ কর্মী শফিকুল ইসলাম শফিক এখন যুবদল কর্মী হয়ে গেছেন।
দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতি করে আসা যুবলীগ কর্মী রাতারাতি বিএনপি নেতাদের ম্যানেজ করে বর্তমানে যুবদলের কর্মী হয়ে যাওয়ায় এলাকাজুড়ে স্থানীয়দের মাঝে বইছে আলোচনা সমালোচনার ঝড়। এবং তৃণমূল বিএনপি নেতাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
আওয়ামী লীগ থেকে বিএনপিতে আসা শফিকুল ইসলাম শফিক সিদ্ধিরগঞ্জের নাসিক ৬ নং ওয়ার্ডের সুমিলপাড়া এলাকার হাকিম আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৬ নাম্বার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতির সহযোগী এই শফিকুল ইসলাম শফিক। মতির নির্দেশে নেতাকর্মী নিয়ে শফিকুল ইসলাম শফিক যুবলীগের বিভিন্ন মিছিল মিটিংয়ে অংশ নিতেন। দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা এই দলটি বর্তমানে ক্ষমতায় না থাকায় নিজেকে রক্ষা করতে বিএনপি নেতাদের ম্যানেজ করে শফিকুল ইসলাম শফিক এখন যুবদলের কর্মী হয়ে গেছেন। এ নিয়ে চলছে বিভিন্ন আলোচনা সমালোচনা।
Leave a Reply