মোঃ আসাদুজ্জামান নূর /কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালীগঞ্জে পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা সম্পূর্ণ ফ্রীতে মাসব্যাপী পবিত্র কোরআন শিক্ষার আয়োজন করা হয়েছে।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ এর সার্বিক সহযোগীতায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কালীগঞ্জের আয়োজনে ও ঞৎরধফ এবহবৎধঃরড়হ ঝয়ঁধফ এর বাস্তবায়নে পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে কালীগঞ্জ বাজারের খোদেজা শপিং কমপ্লেক্রের ৬ষ্ঠ তলায় দারুল উলুম ইসলাহুল উম্মাহ্ মহিলা মাদ্রাসায় প্রতিদিন সকাল ৮টা হতে মহিলাদের এবং কালীগঞ্জ বাজার মদিনাতুল মনোয়ারা কেন্দ্রীয় জামে মসজিদে প্রতিদিন বাদ জোহর হতে পুরুষদের সম্পূর্ণ ফ্রীতে মাসব্যাপী পবিত্র কোরআন শিক্ষা দেয়া হবে।
যাহারা এখনো পবিত্র কোরআন পড়তে পারেন না তাহারা ০১৯৮৪৯৮৮০৪০ ও ০১৮৬৫০২৯৬৪৯ নাম্বারে যোগাযোগ করে কোরআন শরীফ শিক্ষার আসরে অংশগ্রহণ করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কালীগঞ্জের পক্ষ থেকে মো. নাদিমুল ইসলাম ভূইয়া সকলের প্রতি অনুরোধ করেছেন।
Leave a Reply