স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সাবেক এমপি আবু রেজা মুহাম্মদ নিজামুদ্দিন নদভীর নাম ভাঙিয়ে আওয়ামী লীগের দোসর মাহফুজুর রহমান বীর দর্পে দাপিয়ে বেড়াচ্ছেন। দীর্ঘ ১৫ বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে সাতকানিয়া উপজেলার দ্বীপচরতী গ্রামে কেউ ভয়ে মুখ খুলতে পারে নি। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলেও এবং এমপি নদভী আটক হলেও মাহফুজুর রহমানের দাপট একটুও কমে নি।
অনুসন্ধানে জানা যায়, সাতকানিয়া উপজেলার ১ নং চরতী ইউনিয়নের ১ নং ওয়ার্ড দ্বীপ চরতী গ্রামের মৃত মফজল আহমেদের ছেলে মাহফুজুর রহমান। তিনি একজন ষাটোর্ধ ব্যক্তি হলেও ক্ষমতা ও দাম্ভিকতায় তিনি জ্বলে উঠে প্রতিশোধের আগুনে। তার ক্ষমতার অপব্যবহারে সাতকানিয়া উপজেলার বহু সাধারণ মানুষ মামলা- হামলার শিকার, এমনকি অনেকেই ভিটে মাটি ছাড়া হয়েছে। তার বিরুদ্ধে সিনিয়র সহকারী জজ আদালত, চট্টগ্রাম এ ২৯৫/২০২০, ২৫/২০০৬ মামলা সহ সাতকানিয়া, লোহাগড়া থানায় একাধিক মামলা রয়েছে। একাধিক মামলা থাকার পরও আওয়ামী লীগের দোসর মাহফুজুর রহমানকে পুলিশ আটক না করায় জনমনে বেশ আতংক বিরাজ করছে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক সাধারণ জানান, মাহফুজুর রহমানের মত ক্ষমতার অপব্যবহারকারী ও দাপট দেখানো ব্যক্তিদের আটক করে আইনের আওতায় আনা সম্ভব হলে এলাকায় শান্তি ফিরে আসবে। খোঁজ নিয়ে জানা যায়, আওয়ামী লীগের দোসর মাহফুজুর রহমান সাবেক এমপি আবু রেজা মুহাম্মদ নিজামুদ্দিন নদভীর দাপট দেখিয়ে অনেক সাধারণ মানুষের জায়গা জমি দখল করেছে। নদভীর প্রভাব খাটিয়ে কোন আইনের তোয়াক্কা করতেন না তিনি। এক কথায় তার আঙুলের ইশারায় চলতো যেন প্রশাসনের চাকা। স্হানীয় ইউনিয়ন পরিষদে শালিশী একাধিক বৈঠক হলেও মাহফুজুর রহমান কোন শালিশী বৈঠকের সিদ্ধান্ত মানে নি। এক কথায় তিনি আইনের দ্বার ধারে না। তার ক্ষমতা ও দাম্ভিকতায় অনেক সাধারণ পরিবার নিঃস্ব হয়ে মানবেতর জীবনযাপন করছে। এছাড়াও তার বিরুদ্ধে কথায় কথায় সাধারণ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার গুরুতর অভিযোগও ওঠেছে। তার বিরুদ্ধে মন্তব্য নিতে একাধিক মানুষের সাথে কথা বললেও ভয়ে কেউ মুখ খুলছে না। তাদের অনেকের অভিযোগ তার বিরুদ্ধে কোন কথা বললেই মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা ও সন্ত্রাসী দিয়ে জীবননাশ করতে পারে বলে জানান। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকার পরও প্রশাসনের নাকের ডগায় ঘুরাফেরা করছে আওয়ামী লীগের দোসর ও এমপি নদভীর সহযোগী মাহফুজুর রহমান। স্হানীয় সাধারণ মানুষ দ্রুত আওয়ামী লীগের দোসর মাহফুজুর রহমানকে আটক করে এলাকায় শান্তি ফিরে আনার দাবি জানান।
Leave a Reply