মো. রাসেল শেখ, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলের কালিয়ায় পিরোলী খানকা শরীফের ১২৭তম ওরশ আজ অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও ওরশে হাজার হাজার ভক্তবৃন্দের সমাগম ঘটে। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আয়োজিত এ ওরশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্তরা অংশ নেন। ওরশ উপলক্ষে খানকা শরীফ প্রাঙ্গণে বিশেষ দোয়া-মাহফিল, মিলাদ ও কোরআন খতমের আয়োজন করা হয়। ভক্তদের মাঝে ধর্মীয় শিক্ষা ও আদর্শ প্রচারের পাশাপাশি, ওরশের অন্যতম আকর্ষণ হিসেবে বিনামূল্যে তবারকের ব্যবস্থা করা হয়। এতে অংশগ্রহণকারীরা পরম তৃপ্তির সাথে তবারক গ্রহণ করেন। ওরশের সার্বিক ব্যবস্থাপনায় খানকা শরীফের দায়িত্বশীলগণ ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সমবেত ভক্তদের মধ্যে আধ্যাত্মিক অনুভূতি ছড়িয়ে দিতে খানকার পীর সাহেব বিশেষ বয়ান দেন এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়। এভাবে প্রতি বছর ধর্মপ্রাণ ভক্তদের উপস্থিতিতে পিরোলী খানকা শরীফের ওরশ এক মিলনমেলায় পরিণত হয়।
Leave a Reply