স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক সম্মেলন আগামীকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) চট্টগ্রামের ঐতিহাসিক জেএম সেন হল প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।
উক্ত সম্মেলনে বিকাল ৪টায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া বিভিন্ন মঠ-মন্দিরের সাধু-সন্ন্যাসী, জেলা ও আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দরা বক্তব্য রাখবেন।
এদিকে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও বোয়ালখালী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বিশ্বজিৎ দত্ত বাবু গণমাধ্যমকে জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারুণ্যের প্রতীক তারেক রহমান শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির দ্বি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখার কথা ছিল। দায়িত্ব নিয়ে তিনি বলেন, তারেক রহমান সাহেব ভার্চুয়ালি জন্মাষ্টমী উদযাপন পরিষদের সম্মেলনে বক্তব্য রাখবেন না।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সনাতনী নেতা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জন্মাষ্টমী উদযাপন পরিষদের সম্মেলনে প্রধান অতিথি করে একটি পক্ষ রাজনৈতিক ফায়দা নিতে চেয়েছিলেন।
Leave a Reply