মোঃ হাসেম মজুমদার, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা চৌদ্দগ্রামে ছোট ভাইয়ের ফেইসবুক পোস্টকে কেন্দ্র করে বড় ভাইয়ের উপর হামলা করেছে প্রতিপক্ষের লোকজন। এই ঘটনায় ৫জনকে আসামি করে থানায় অভিযোগ।
থানায় অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার শুভপুর ইউনিয়ন শুভপুর গ্রামের রফিকুল ইসলাম এর ছোট ছেলে প্রবাসী মোঃ শান্তর ফেইসবুক পোস্টকে কেন্দ্র করে তার বড় ভাই শাকিলকে ঘর থেকে রাস্তায় ধরে নিয়ে এলোপাতাড়ি হামলা চালায়, জরুরি সেবা ৯৯৯ এ কল দিলে পুলিশ এসে তাকে উদ্ধার করে, আহত অবস্থায় শাকিলকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ পাঠানো হয়।
আহত শাকিল এর মা সাজেদা বেগম (লিপি) জানান,
আমার ছোট ছেলে ফেইসবুক এ কি জানি লেখেছে তারি সুত্র ধরে আমার মেঝু ছেলে শাকিলকে ঘর থেকে ধরে নিয়ে তার উপর এলোপাতাড়ি হামলা চালাই, আমার ঘরের দরজা জানালা ভাংচুর করে. ঘরে থাকা টাকা ও মালামাল লুট করে নিয়ে যায়। আমার ছেলের উপর হামালা করে শুভপুর গ্রামের আবুল কালামের ছেলে ইসমাইল এর নেতৃত্বে একটি সংঘবদ্ধ দল। আমি প্রশাসনের কাছে আমার ছেলে শাকিলর উপর হামলা কারিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হিলাল উদ্দিন আহম্মেদ জানান, এই ঘটনায় একটি অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply