মোঃ আরিফুল ইসলাম পিরোজপুর প্রতিনিধিঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে বিদ্যালয় বন্ধ থাকায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন হয়নি। শিক্ষা প্রতিষ্ঠানে “শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫” উদযাপনের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা থাকলেও বিদ্যালয় বন্ধ রেখে উক্ত দিবস পালন না করার অভিযোগ পাওয়া গেছে উপজেলার বালিপাড়া ইউনিয়নের পশ্চিম বালিপাড়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের বিরুদ্ধে।
গত ১১ ফেব্রুয়ারী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মোঃ খালিদ হোসেন স্বাক্ষরিত এক পত্রে অধিদপ্তরের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানে যথাযথ মর্যাদায় দিবসটি পালনের জন্য জাতীয় কর্মসূচীর সাথে সংগতি রেখে প্রতিষ্ঠানে স্ব-স্ব কর্মসূচী প্রনয়ন পূর্বক দিবসটি উদযাপনের নির্দেশনা থাকলেও প্রতিষ্ঠানটি বন্ধ থাকায় কোন কর্মসূচী পালন হয়নি।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নেছার উদ্দিন বলেন, “আমি এবং ক্রীড়া শিক্ষক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার জন্য বৃহস্পতিবার পর্যন্ত খুলনায় থাকায় সহকারী প্রধান শিক্ষক মনিরুল ইসলাম দায়িত্বে ছিলেন। আজ শুক্রবার সকালে প্রতিষ্ঠানে গিয়ে দেখেন গেটে তালা দেয়া ছাত্রছাত্রী বা কোন শিক্ষক কেহই উপস্থিত হয়নি।
দায়িত্বে থাকা সহকারী প্রধান শিক্ষক কেন বিদ্যালয় বন্ধ রেখেছেন তা বলতে পারছি না। ”
সহকারী প্রধান শিক্ষক মোঃ মনিরুল ইসলামের মুঠো ফোনে একাধিকবার কল দিলেও তার ফোন বন্ধ পাওয়া গেছে।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জান্নাতুল ফেরদৌস এর কাছে জানতে চাইলে বলেন, “আমি বিষয়টি শুনেছি। প্রধান শিক্ষক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার জন্য খুলনায় ছিলেন। তিনি সহকারী প্রধান শিক্ষককে দিবস উদযাপনের জন্য বলেছিলেন কিন্ত সহকারী প্রধান শিক্ষক নাকি অনুষ্ঠান না করে বাড়ীতে চলে গেছেন”।
Leave a Reply