রফিকুল ইসলাম তুষার:
পাবনার সুজানগরে জাতীয়তাবাদী দলের সুজানগর উপজেলা শাখার সাবেক কৃষি বিষায়ক সম্পাদক হাসমত আলী খানকে গত রবিবার মথুরাপুর নামক স্থান হতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুত্বর আহত করে দুর্বৃত্তরা। উক্ত হামলার প্রতিবাদে সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপজেলা ও পৌর শাখার ব্যানারে বিকাল ৪ টায় সুজানগর বাজারে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবী জানিয়ে মিছিলটি সুজানগর পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মন্ডল মার্কেটের সামনে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিল পরবর্তী গণসমাবেশে হামলার সাথে জড়িত সন্ত্রাসীসহ সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল ওহাবকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন সুজানগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম আলী বিশ্বাস, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এবিএম তৌফিক হাসান, সদস্য সচিব শেখ আব্দুর রউফ, পৌর বিএনপির আহ্বায়ক কামাল হোসেন বিশ্বাস,সদস্য সচিব জসিম বিশ্বাস, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম মোল্লা প্রমুখ। এসময় আরও উপস্থিত ছিলেন যুবদল, ছাত্রদল, কৃষকদল, সেচ্ছাসেবকদলসহ বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়া গণসমাবেশটি পরিচালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ রাশেদুল ইসলাম বাবু মন্ডল।
Leave a Reply