মুহাম্মদ তাফাজ্জুলুল হক ফয়জী : স্টাফ রিপোর্টার:
গত ৩০/১/২০২৪ রোজ বৃহস্পতিবার বাদ মাগরিব আম বয়ানের মাধ্যমে শুরু হয়েছিল আলেমদের তত্ত্বাবধানে টঙ্গী বিশ্ব ইজতেমার প্রথম পর্ব, এ পর্বে বিশ্বের ৭২ টি রাষ্ট্রের মুসল্লী এবং দেশের ৪২ টি জেলার মুসল্লী অংশ নিয়েছে এতে প্রায় ৩০ / ৩৫ লাখ মানুষ উপস্থিত ছিলেন গত তিন দিনের হেদায়েতী বয়ান এবং বিভিন্ন আমলের প্রশিক্ষন শেষে আজ ২/২/২০২৪ রোজ রবিবার বাদ ফজর তাবলীগ এর মুরব্বি বিশ্ব শুড়া সদস্য তাবলীগ জামাত বাংলাদেশের মারকাজ মসজিদ কাকরাইলের মোতাওয়াল্লি মাওলানা যুবায়ের আহমদ সাহেব এর হৃদয় গ্রাহী নছিহত এবং অশ্রু সিক্ত মুনাজাত এবং লাখো মুসল্লীর আমিন ধ্বনিতে, শেষ হলো ইজতেমার প্রথম পর্ব,উক্ত ইজতেমায় সৌদি আরব, ইন্দোনেশিয়া, মালোশিয়া, আফগানিস্তান, শ্রিলংকা,ইন্ডিয়া ও পাকিস্তান সহ বিভিন্ন দেশের ইসলামীক স্কলার এবং দায়ী গন হৃদয় গ্রাহি নছিহত করেন।
Leave a Reply