মুহাম্মদ তাফাজ্জুলুল হক ফয়জী স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ নগর যুব কাউন্সিল এর সেক্রেটারী ও ৭,৮,৯ নং ওয়ার্ডের যুব কাউন্সিলর রাকিবুল ইসলাম ইফতি’র আমন্ত্রণে বাংলাদেশ আরবান ইয়ুথ কাউন্সিল নেটওয়ার্ক এর প্রেসিডেন্ট জনাব এস.এম. সৈকত আজ ১৮ই মাঘ ১৪৩১/ ১লা ফেব্রুয়ারী ২০২৫ নারায়ণগঞ্জ এসেছিলেন। এসময় বিজয় বাজার এর উদ্যোক্তা ও সমাজকর্মী ইকবাল হোসেন বিজয় এবং ৭,৮,৯ নং ওয়ার্ডের যুব কাউন্সিলর জিয়াসমিন আক্তার রিভা’র অভ্যর্থনায় বাংলাদেশ আরবান ইয়ুথ কাউন্সিল নেটওয়ার্ক এর সেক্রেটারি লুৎফা পাঠান, সদস্য ও ২৪,২৫ নং ওয়ার্ডের যুব কাউন্সিলর নাছিমা সর্দার নিঝুম, ১,২,৩ নং ওয়ার্ডের যুব কাউন্সিলর আরিফুল ইসলাম, ৪,৫,৬ নং ওয়ার্ডের যুব কাউন্সিলর হামিদুল ইসলাম জয়, সিরাক বাংলাদেশ এর কর্মকর্তা নাজমুল হাসান। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ইয়ুথ লীড গ্লোবাল এর হেড অফ কমিউনিকেশন মো.রাকিবুল হাসান, মহিউদ্দিন মেরাজ, ইয়ুথ এন্ডিং হাঙ্গার নারায়ণগঞ্জ জেলার সদস্য শফিকুল ইসলাম, সিরাক বাংলাদেশ এর সেচ্ছাসেবী তন্ময় সাহা, নওশীন শর্মিলা বাঁধন, সাদিয়া ইসলাম, গোলাম মোর্শেদ, তাসরিফ আহমেদ তামিম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক তাফাজ্জুল হক ফয়জী প্রমুখ। মনোরম পরিবেশে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী হাজীগঞ্জ দূর্গে উক্ত আয়োজনে বিভিন্ন খাবার, গান ও আড্ডায় সকলে দারুণ সময় অতিবাহিত করেন।
Leave a Reply