স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
বোয়ালখালী উপজেলার ৬নং পোপাদিয়া ইউনিয়নে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী ও রাসুলগণ, সাহাবায়ে কিরাম, আশেকে রাসুলগণের এবং হযরত সৈয়দ মা’রূফ (রাঃ) ও সৈয়দ কুতুব (রাঃ) হাওলা মামা ভাগিনার বার্ষিক ফাতেহা উপলক্ষে দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।
আগামী ৩ ফেব্রুয়ারি ২০২৫ ইংরেজি, ২০শে মাঘ ১৪৩১ বাংলা, রোজ সোমবার বাদ এশা আকুবদন্ডীর এস. এম সাহাব উদ্দিনের বাড়িতে অনুষ্ঠিত হবে।
এ মহান মিলন মেলায়, বাদে আছর কোরআনে খতম, মাশোয়ক মাহফিল ও বাদে এশা দোয়া মাহফিল শেষে তবররক বিতরণী অনুষ্ঠিত হবে।
এতে সকলের উপস্থিতি ও রাসুলে করিম সাঃ আঃ হাসিলের কামনা করেন আকুবদন্ডী ওরশ পরিচালনা কমিটির পক্ষে হাজি সৈয়দ মোহাম্মদ সাহাব উদ্দিন ও আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ফরিদ।
Leave a Reply