1. admin@somoybelanews.com : somoyadmin :
শনিবার, ২৪ মে ২০২৫, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক বন্ধ করে গণ অধিকার পরিষদের সমাবেশ, জনমনে ক্ষোভ চাঁপাইনবাবগঞ্জে দিনব্যাপী যুব কর্মসংস্থান ও আম রপ্তানি শীর্ষক সেমিনার শেরপুরে আস ছামিউল আলীম সেচ্ছাসেবক সংগঠনের অফিস শুভ উদ্ভোধন সভাপতি বাবু ও সাধারন সম্পাদক আওলাদ কাঞ্চন পৌর টেক্সটাইল মালিক সমিতির কমিটি গঠন বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনের সকল শহীদ এবং আহতদের দায়িত্ব নেবে রাষ্ট্র: রিজভী নড়াইলের লোহাগড়া বিয়ের দাবিতে প্রবাসীর বাড়িতে এক তরুণীর অনশন যশোরে দুর্ঘটনায় আহত অধ্যক্ষ শফিকে দেখতে হাসপাতালে সাবেক এমপি তৃপ্তি নড়াইলের নড়াগাতীতে ৪ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার ওসমানীনগরে অধিগ্রহণ জটিলতায় ধীরগতিতে সিলেট-ঢাকা মহাসড়কের ছয় লেনের কাজ ১২০৫ লিটার চোলাই মদ সহ ০২ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক – শিক্ষার্থীদের মাদকমুক্ত রাখতে সমাজের সকলে এগিয়ে আসতে হবে

  • প্রকাশিত: রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

শনিবার (২৫ জানুয়ারি) সকাল দশটায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিশ্ববিদ্যালয় পরিক্রমার প্রধান সম্পাদক এবং বি. পরিক্রমানিউজবিডি.কমের স্বত্বাধিকারী হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত মাদকবিরোধী সমাবেশে এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান এনডিসি বলেন, দেশে প্রতি হাজার জনসংখ্যার মধ্যে একজন মাদক কারবারি রয়েছে এবং প্রতিদিন ২০ কোটি টাকার মাদক বিক্রি হচ্ছে, যা বছরে ৭ হাজার ৩০০ কোটি টাকার সমান এবং পাশের দেশগুলোর ষড়যন্ত্রের কারণে বাংলাদেশে মাদকের ভয়াবহ বিস্তার ঘটছে। আমাদের দেশে কোনো প্রকার মাদক তৈরি হয় না। তবে সীমান্ত এলাকা এবং সমুদ্রপথ দিয়ে পাশের দেশগুলো থেকে মাদক প্রবেশ করছে। মাদক নিয়ন্ত্রণে বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।
তিনি আরো বলেন মাদকসেবীদের ৮০ শতাংশই তরুণ ও শিক্ষার্থী এবং তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে প্রশাসনের উচিত ছোট-বড় সব পর্যায়ের মাদক কারবারিদের আইনের আওতায় আনা। পাশাপাশি অভিভাবক, শিক্ষক ও সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে মাদকবিরোধী কার্যক্রমে অংশ নিতে হবে।

অনুষ্ঠানে চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো: জাবেদ আবছার চৌধুরী ভার্চুয়ালি বক্তব্যে বলেন, মাদক এখন বাংলাদেশের জাতীয় জীবনের অন্যতম একটি মারাত্মক সমস্যা। মাদকাসক্ত সমাজ জাতির পঙ্গুত্ব বরণের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে শহর ছাড়িয়ে এই মাদক পাড়াগাঁয়েও পৌঁছে গেছে। দেশের ৬৮ হাজার গ্রামের সব গ্রামেই পাওয়া যায় মাদকদ্রব্য এবং তিনি আশাবাদ ব্যক্ত করে আরো বলেন, এই আয়োজনের মাধ্যমে সমাজে মাদকবিরোধী বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি মাদককে না বলি ও তরুণ প্রজন্মকে সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধি করে একটি সুন্দর ভবিষ্যৎ গঠনের জন্য সকলকে প্রত্যাশা রেখে কাজ করে যেতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (এল এ) চট্টগ্রামের একেএম গোলাম মোর্শেদ খান, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের অধ্যক্ষ রুনু মজুমদার, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিসি) মো: শহিদুল ইসলাম, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের‌ মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক রেজওয়ান উস্ সালেহীন, মাঝিরঘাট ট্রাক পরিবহন মালিক সমিতির সভাপতি লায়ন এম এ মুছা বাবলু, সৈয়দা হোসনে আরা আলম খান ফাউন্ডেশনের চেয়ারম্যান মো: মোকাম্মেল হক খান।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ। মাদকবিরোধী সমাবেশ ও সংবর্ধনা শেষে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের ক্রেস্ট এবং সার্টিফিকেট বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

© All rights reserved © 2024

কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি