মুহাম্মদ তাফাজ্জুলুল হক. স্টাফ রিপোর্টার:
আজ ২১ জানুয়ারী ২০২৫ তাবলীগ এর মারকাজ কাকরাইল মসজিদে আলেমগন এক সংবাদ সম্মেলন করেন
উক্ত সম্মেলনে আলেমগন বলেন আকাবের ওলামায়ে কেরাম এর নেগরানিতে আলমী শুরার মাতাহতে আগামী বিশ্ব ইজতেমা হবে দুই পর্বে
প্রথম পর্বের ডেট
৩১ শে জানুয়ারি, ১- ২ ই ফেব্রুয়ারি ২০২৫
শুক্র, শনি ও রবিবার
এবং দ্বিতীয় পর্বঃ
৩- ৪- ৫ ই ফেব্রুয়ারি ২০২৫
সোম, মঙ্গল ও বুধবার
এসময় তিনারা জেলা হিসপবে ভাগ করে দেন কোন জিলা কোন পর্বে হবে এসব নির্নয় করে দেন। এগুলো হলো ঢাকা, ফরিদপুর, গাজীপুর, নারায়নগঞ্জ, টাংগাইল সহ ৪২ জেলার ইজতেমা প্রথম_পর্বে অনুষ্ঠিত হবে, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ সহ বাকি ২১ জেলার ইজতেমা দ্বিতীয়_পর্বে হবে
আলমী শুরার মুরুব্বি হযরতগনের জামাআত দুই পর্বের ইজতেমায় শরিক থাকবেন।
গতকাল ২০শে জানুয়ারি ২০২৫ কাকরাইলের মাশওয়ারায় ফায়সালা হয়েছে যে, ইজতেমার মাঠে সবাই যেন সামিয়ানা/তেরপাল নিয়ে আসেন। কারণ ওপরে চট নাও থাকতে পারে, দুর্বল/ছেঁড়া থাকতে পারে। বিষয়টি সবাই গুরুত্বের সাথে নেই, সাথীদেরকে বলি, আলোচনা করেন।
এবং আরও বলেন যে তেরপালের সাইজঃ যেন এই মাপের হয়
১৮ ফুট বাই ১৮ ফুট (১খোপের জন্য), ২ খোপের জন্য হবে ১৮ ফুট বাই ৩৬ ফুট
এসময় তিনারা বলেন
আমরা সকলেই দোয়া করি আল্লাহ ইজতেমাকে সমস্ত ফেতনা থেকে হেফাজত করুক। এবং ইজতেমা কামিয়াবি দান করুক এবং সফল ও হেদায়েতের মাধ্যম করুন।
Leave a Reply