মোঃআসাদুজ্জামান নুরঃ
মাদককে না বলুন খেলাধুলাকে হ্যা বলুন এই প্রতিপাদ্য নিয়ে কালীগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ফুটসাল নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়। উক্ত টুর্নামেন্টে ১৬ টি দল প্রতিদ্বনিতা করবে। উদ্বোধনী খেলাটি দুর্বাটি এম ইউ কামিল মাদরাসার মাঠে রাত ৮ শুরু হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানে জন্য দোয়া করা হয়। খেলায় উপস্থিত ছিলেন উদ্বোধকঃ ড,রহুল আমিন আজাদি( অধ্যক্ষ দুর্বাটি এম ইউ কামিল মাদরাসা) সভাপতি হিসেবে ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক কাজী ( সভাপতি ১ নং ওয়ার্ড বিএনপি) প্রধান অতিথি হিসেবে ছিলেন ইব্রাহিম প্রধান( সাধারণ সম্পাদক কালীগঞ্জ পৌর বিএনপি) বিশেষ অতিথি হিসেবে ছিলেন হারুন অর রশিদ ( সাধারণ সম্পাদক গাজীপুর জেলা তাতী দল) সম্মানিত বিশেষ অতিথি হিসেবে ছিলেন, খোরশেদ আলম কাজল( সহ-সভাপতি কালীগন্জ পৌর বিএনপি) প্রকৌশলী মাসুদ উল হাসান আকন্দ ( ছাত্র বিষয়ক সম্পাদক কালীগঞ্জ পৌর বিএনপি) রাশিদুল হাসান রিপন ( সদস্য সচিব কালীগঞ্জ পৌর যুবদল) জিয়া উদ্দিন জিয়া (স্বেচ্ছা বিষয়ক সম্পাদক কালীগঞ্জ পৌর বিএনপি) কাউসার আহমেদ কাজল ( ক্রিয়া সম্পাদক কালীগঞ্জ পৌর বিএনপি) গোলজার হোসেন মাস্টার ( সাধারণ সম্পাদক কালীগঞ্জ ১ নং ওয়ার্ড বিএনপি) মোশাররফ হোসেন আকন্দ ( সিনিয়র সহ সভাপতি ১নং ওয়ার্ড বি এন পি) শামসুল আলম মাস্টার ( সাংগঠনিক সম্পাদক কালীগঞ্জ ১নং ওয়ার্ড) কেফায়েত উল্লাহ ( ধর্ম বিষয়ক সম্পাদক কালীগঞ্জ পৌর বিএনপি) মাজহারুল ইসলাম বিপ্লব ( আহবায়ক কালীগঞ্জ পৌর ছাত্রদল) আরো উপস্থিত ছিলেন নাদিরুল ইসলাম শাহিন ( কালীগঞ্জ পৌর যুবদলের যুগ্ন আহবায়ক) পরিচালনায় আলহাজ্ব মোফাজ্জল হোসেন আকন্দ ( মোমেন) উদ্বোধনী ম্যাচে দেওয়ালটেক একাদশ বনাম তুমলিয়া সি এস খেলাটি রেফারি হিসেবে ছিলেন মামুন কাজী, সহ কারী রেফারী জহির হোসেন এবং নাইম মোড়ল উদ্বোধনী খেলায় তুমলিয়া এস এস ১ -০ গোলে বিজয়ী হয়।
Leave a Reply